আজকাল ওয়েবডেস্ক: দুই বছর পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে ঘিরে উপচে পড়ল গ্রামবাসীদের ভিড়৷ সকলের সঙ্গে কথা বললেন অনুব্রত৷ যদিও, সম্পর্কিত কাকা প্রয়াত হওয়ায় মন্দিরে উঠলেন না তিনি। দূরে দাঁড়িয়েই প্রণাম করলেন।
অনুব্রত মণ্ডল বলেন, 'খুব ভাল লাগছে৷ কিন্তু, মন্দিরে উঠতে পারব না, অঞ্জলি দিতে পারব না। আমার কাকা মারা গিয়েছে তো তাই৷ বাইরে থেকেই প্রণাম করলাম। গ্রামবাসীদের সঙ্গে কথা হল৷ এবার পুজো তো রাত্রে৷ পুজো খুব ভাল কাটাচ্ছি। ফাইন লাগছে।'
গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে দুই বছর পর বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল৷ প্রতি বছর দুর্গাপুজোয় অনুব্রতর গ্রামের বাড়ি, অর্থাৎ নানুরের হাটসেরান্দি গ্রামে দুর্গাপুজোয় অংশ নিতেন তিনি৷ দুই বছর অনুব্রতকে ছাড়াই পুজো হয়েছে।
এবার পুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। মহাষ্টমীর দিন মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি। তবে সম্পর্কিত কাকা প্রয়াত হওয়ায় মন্দিরে উঠলেন না অনুব্রত৷ বাইরে দাঁড়িয়েই প্রণাম করলেন। পরে বসলেন মন্দিরের সামনে৷ তাঁকে দেখতে উপচে পরে গ্রামবাসীদের ভিড়৷ সকলের সঙ্গে কথা বলেন তিনি৷ ফিরে যাওয়ার সময়ও তাঁর গাড়ির কাছে গিয়েও কথা বলেন গ্রামের প্রবীণরা৷ তবে বেশ হাসিখুশি দেখাল অনুব্রতকে৷ কারণ, এত বছর পর পুনরায় পরিবারের সকলকে কাছে পেয়েছেন তিনি৷
আগেই তিনি জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে বিজয়া সম্মীলনীর মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন অনুব্রত৷ ইতিমধ্যেই নিজের ফেসবুক পেজেও সক্রিয় হয়েছেন তিনি৷
