মিল্টন সেন, হুগলি : হাতে আর মাত্র কয়েক দিন, সামনেই বড়দিন। নব রূপে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। বড়দিন উপলক্ষে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চকে। লাগানো হচ্ছে রং বাহারি ফুলের গাছ। করা হয়েছে রং। চার্চের মাঠে বসানো হয়েছে বিভিন্ন আকৃতির ফাইবারের মূর্তি। যীশুখ্রীষ্টের জন্মের সময়ের চিত্র ফুটিয়ে তুলতে চার্চের প্রবেশ দ্বারের পাশেই তৈরি করা হয়েছে কৃত্রিম গোসালা। রাজ্য সরকারের তরফে বড়দিন উপলক্ষে গোটা ব্যান্ডেল চার্চকে আলো দিয়ে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রং বাহারি রঙিন বাতিতে সেজে উঠেছে চার্চের গোটা চত্ত্বর। বৃহস্পতিবার সন্ধ্যায় বড়দিনের আগে ব্যান্ডেল চার্চ পরিদর্শনে যান জেলাশাসক মুক্তা আর্য্য। ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। প্রেয়ার শেষ করে ব্যান্ডেল চার্চের ফাদার জনি উপস্থিত প্রশাসনের আধিকারিকদের চার্চ ঘুরিয়ে দেখান।
