আজকাল ওয়েবডেস্ক: জলপাইগুড়ি জেলার নাগরাকাটা সংলগ্ন জলঢাকা নদী থেকে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার হল। নদী পেরোতে গিয়ে প্রায় দুই সপ্তাহ বয়সী শাবকটির জলে ঢুবে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার বিকেলে দেহটিকে নদীতে ভেসে আসতে দেখা যায়। নদীতে মাছ ধরার সময় স্থানীয় কিছু বাসিন্দা ও জেলে হস্তিশাবকটিকে মৃত অবস্থায় নদীতে ভাসতে দেখে বনদপ্তরে খবর দেন। বনদপ্তরের চালসা ও ডায়না রেঞ্জের বনকর্মীরা দেহটি উদ্ধার করতে সক্ষম হন।
বনদপ্তরের চালসা এবং ডায়না রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার প্রকাশ থাপা জানান - প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নাগরাকাটার হিলা চা বাগান সংলগ্ন এলাকায় দলের সাথে জলঢাকা নদী পেরোনোর সময় শাবকটি ভেসে গিয়েছিল। এর পরই জলে ঢুবে শাবকটির মৃত্যু হয়। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে দেহটি আগামিকাল ময়নাতদন্ত করা হবে।
