আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনার 'অগ্নিবীর' প্রকল্পে' নিয়োগ হওয়ার কথা ছিল জুলাই মাসে। উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া পুরুলিয়ার থেকে বাছাই করা যোগ্যদের নিয়োগ হওয়ার কথা ব্যারাকপুরের ধ্যান চন্দ স্টেডিয়ামে। অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণরাই নিয়োগ প্রক্রিয়ায় যোগদান করতে পারত। ব্যারাকপুরে শারীরিক সক্ষমতা এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমেই বাছাই করা হত চাকরিপ্রার্থীদের। ইমেলের মাধ্যমে যোগ্যদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল অ্যাডমিট কার্ড। ভারতীয় সেনার 'টেক নার্সিং অ্যাসিস্ট্যান্ট' এবং 'সেপাই ফার্মা' বিভাগে নিয়োগ হওয়ায় কথা ছিল জুলাইয়ের ১১-১৮ তারিখ পর্যন্ত। অনভিপ্রেত কারণবশত নিয়োগ প্রক্রিয়ার তারিখ বদলানো হয়েছে। কিছুদিনের মধ্যেই নতুন তারিখ ঘোষণা করবে প্রতিরক্ষা মন্ত্রক।