আজকাল ওয়েবডেস্ক: তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে মহেশতলা থানার পুরাতন ডাকঘরের কাছে সম্প্রীতি উড়ালপুলে। পুলিশ সূত্রে জানা গেছে, বজবজ থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী। আর কলকাতার দিক থেকে আসছিল ট্যাঙ্কারটি। অভিযোগ, বাইকটি আচমকা বামদিক থেকে ডানদিকে চলে আসে। তখনই ঘটে দুর্ঘটনা। দৃশ্যমানতার অভাবে ট্যাঙ্কারটি পিষে দেয় বাইক আরোহীকে। স্থানীয়রাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিচয় জানা যায়নি এখনও। তবে আনুমানিক বয়স ৪০ এর মধ্যে বলে অনুমান পুলিশের। অভিযুক্ত ট্যাঙ্কার চালকের খোঁজ করছে পুলিশ।
