আজকাল ওয়েবডেস্ক: বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করলেন অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন যে কেন্দ্র বাংলাকে ১০০ দিনের কাজের টাকা দেয়নি এই নিয়ে তিনি বিজেপির যে কোনো নেতৃত্বের সঙ্গে বসতে রাজি।
এরপর ফের রাজ্য বিজেপির তরফে আর একটি পোস্ট করা হয়। বলা হয়, স্থান আর সময় জানাতে। কাল বিলম্ব না করে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন অভিষেক ব্যানার্জি। বলেন, তাঁর ময়নাগুড়ির সভায় যে কোনো বিজেপি নেতৃত্বকে পাঠানো হোক। উপযুক্ত কাগজপত্র নিয়ে আসার কথাও বলেন তিনি। উল্লেখ্য, ব্রিগেডে জনগর্জন সভা থেকেও বিরোধী দলকে এই একই ভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি।
এরপর ফের রাজ্য বিজেপির তরফে আর একটি পোস্ট করা হয়। বলা হয়, স্থান আর সময় জানাতে। কাল বিলম্ব না করে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন অভিষেক ব্যানার্জি। বলেন, তাঁর ময়নাগুড়ির সভায় যে কোনো বিজেপি নেতৃত্বকে পাঠানো হোক। উপযুক্ত কাগজপত্র নিয়ে আসার কথাও বলেন তিনি। উল্লেখ্য, ব্রিগেডে জনগর্জন সভা থেকেও বিরোধী দলকে এই একই ভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি।
