আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের পরেরদিনই মর্মান্তিক দুর্ঘটনা মালদহে। বাড়ির সামনে লরির চাকায় পিষে মৃত্যু হল চার বছরের এক শিশুকন্যার। মৃতার নাম মরিয়ম নেশা।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। সকাল ৯টা নাগাদ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ওই শিশুকন্যা। সেই সময়ে দ্রুত গতির এক লরি শিশুকন্যাকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুকন্যার।
দুর্ঘটনার পরেই বিক্ষোভ দেখান ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘাতক লরিটিকে আটকে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বহু মানুষ। খানিকক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক লরিটি আটক করেছে পুলিশ।