আজকাল ওয়েবডেস্ক : হাওড়ার বেলুড়ের ভিক্টোরিয়া মার্কেটে একটি লোহার কারখানা ও গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। এর অভিঘাতে জখম অন্তত চার জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল।
জানা গিয়েছে, একটি গ্যাস সিলিন্ডার দিয়ে লোহা কাটার কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় আচমকাই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। তাতে বিপত্তি ঘটে। সিলিন্ডার ফেটে জখম হয়ে শ্রমিকেরা সেখানেই লুটিয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করা হয়। স্থানীয়দের একাংশের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশ কিছুটা দূরে বাড়ির কাচের জানালা ভেঙে পড়ে।