অতীশ সেন, ডুয়ার্স:‌ ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যুর পর ঘাতক ট্রেনটিকে ‘‌সিজ’‌ করল বনদপ্তর। আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভ এলাকার অধীন রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকায় সোমবার সকালে ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু হয়। এরপরই রেল ও বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পৃথক তদন্ত শুরু হয়। দুপুর নাগাদ ঘাতক ট্রেনটির ইঞ্জিনে সিজার লিস্ট লাগিয়ে দেওয়া হয়।  যদিও রেলের জমির উপর থাকা রেললাইন ও তার উপর দাঁড়ানো রেল ইঞ্জিনকে বাজেয়াপ্ত করার আইনত ক্ষমতা বনদপ্তরের রয়েছে কি না তা নিয়ে বিতর্ক থাকবে। যদিও ‘‌সিজ’‌ করার পরেও দুর্ঘটনাস্থল থেকে ইঞ্জিনটিকে স্বাভাবিকভাবেই অন্যত্র নিয়ে যায় রেল দপ্তর। এদিন হাতিগুলিকে ধাক্কা দেওয়ার পর প্রায় ৬১ মিটার অবধি হাতির দেহগুলিকে টেনে নিয়ে যায় ট্রেনটি। রেলের দাবি, বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের এই এলাকায় ট্রেন চালানোর গতিসীমার কোনও নিষেধাজ্ঞা ছিল না। পাশাপাশি জানানো হয়েছে রেললাইনে হাতির সঙ্গে ট্রেনের সংঘাত রুখতে যে ‘‌ইনট্রুশান ডিটেকশন সিস্টেম’‌ ডুয়ার্সে শুরু করা হয়েছিল, সেটিও ওই এলাকায় ছিল না। ফলে ট্রেন লাইনে হঠাৎ হাতি উঠে এলেও নিরাপদ দূরত্বে ট্রেন থামানো রেল চালকের কাছে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। বক্সা টাইগার রিজার্ভের ডিএফডি পারভিন কাশোয়ান বলেন দুর্ঘটনার সময় ট্রেনটির গতি কতটা ছিল তা জানতে রেলের কাছ থেকে ট্রেনটির সমস্ত লগবুক ও রেকর্ড চাওয়া হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী মামলা করা হয়েছে। ঘাতক ট্রেনটিকে সিজ করা হয়েছে।