গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের। বেশ কয়েকদিন ধরে তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। কিন্তু বিয়ের আগেই ঘটে চলেছে একের পর এক বিপর্যয়। দুই পরিবারেই তৈরি হয়েছে কঠিন পরিস্থিতি। স্বাস্থ্য-সংকটের জেরে বিয়ের সমস্ত পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হয়েছে।

 

ভারতীয় ক্রিকেট দুনিয়ার পোস্টার-গার্ল স্মৃতি মন্ধানা এবং মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল, এই তারকা জুটিকে ঘিরে এখন আগুনের মতো গুঞ্জন। ২৩ নভেম্বর ২০২৫-এ রাজকীয় বিয়ের সব প্রস্তুতি সারাই হয়েছিল। স্মৃতির বাবা অসুস্থ, তাই বিয়ে পিছিয়েছে, এমনটাই জানিয়েছিলেন পালকের মা পালক মুচ্ছল। কিন্তু যত দিন যাচ্ছে, পরিস্থিতি ততই বদলাচ্ছে। জোর গুঞ্জন, স্মৃতিকে নাকি প্রতারণা করেছিলেন পালাশ, আর সেই কারণেই নাকি এই বিয়ে বাতিল করা হয়েছে!

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পলাশের একটি ‘রোম্যান্টিক’ চ্যাট, যার অন্য প্রান্তে রয়েছেন বলে দাবি করা হচ্ছে কোরিওগ্রাফার মেরি ডি’কোস্তাকে। সেই চ্যাট নিয়েই এখন তোলপাড়।স্মৃতি-পলাশ রূপকথাসম রোম্যান্সের গল্প রাতারাতি বদলে গেল অবিশ্বাস আর প্রশ্নের ঝড়ে।

 

 

 

 

কিন্তু এটাই প্রথম নয়। ২০১৭ সালে বীরভা শাহকেও করেছিলেন এই একইরকমভাবে স্বপ্নের মতো প্রপোজ! হ্যাঁ, ঠিক শুনছেন! ২০১৭ সালে পলাশ তাঁর তৎকালীন প্রেমিকা বীরভা শাহকেও ঠিক এমনই রোম্যান্টিক সেট–আপে প্রপোজ করেছিলেন। মুম্বইয়ের জয় হিন্দ কলেজের ছাত্রী ছিলেন বীরভা। বন্ধুর মাধ্যমে আলাপ, তারপর দ্রুত প্রেম। আর তারপর, সেই 'ড্রিমি প্রপোজাল'।

সোশ্যাল মিডিয়ায় পালাশ নিজেই একটি ছবিও পোস্ট করেছিলেন। বীরভা দাঁড়িয়ে, টাক্সেডো পরে হাঁটু গেড়ে তাঁকে প্রপোজ করছেন পলাশ।
চারদিকে বেলুন, ক্যান্ডেল, গোলাপের পাপড়ি- পুরো ফিল্মি দৃশ্য! পলাশের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন, “পলাশ বীরভাকে খুব গুরুত্ব দিত। তাই পুরো জায়গাটা নিজে সাজিয়েছিল। বীরভা-ও তো হ্যাঁ বলেই দিল!”

২০২৫ সালের ২ নভেম্বর। ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে। সেই স্টেডিয়ামই স্মৃতির জীবনে ব্যক্তিগতভাবে আরেকটা বিশেষ মুহূর্ত বয়ে আনে। ২১ নভেম্বর ২০২৫-এ পলাশ সেই একই মাঠে স্মৃতিকে প্রপোজ করেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, স্মৃতি লাল ড্রেসে, পলাশ কালো শার্ট–গ্রে ব্লেজারে হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দিচ্ছেন।আংটি পরানো, ফ্যামিলি–ফ্রেন্ডসের উপস্থিতি, আনন্দ–উচ্ছ্বাস...সব মিলিয়ে নিখুঁত রূপকথা।

তবে কি অতীতের ছায়াই বর্তমানের ঝড় ডেকে আনল? বীরভা শাহকে করা পুরনো প্রপোজাল, নতুন চ্যাট লিক, আর হঠাৎ বিয়ে পিছিয়ে যাওয়ার নাটক-সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন, স্মৃতি মন্ধানাকে কি সত্যিই প্রতারণা করেছেন পলাশ মুচ্ছল?

এখনও দু'পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেননি। কিন্তু ক্রিকেট-বলিউড-মিউজিকের এই ত্রিকোণ ড্রামা থেকে চোখ সরানোই আপাতত কঠিন।