‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ মুক্তির সঙ্গে সঙ্গেই নেটিজেনদের কৌতূহল চরমে। মনোজ বাজপেয়ী অভিনীত এই শো-এর শেষে রাখা প্রশ্ন এখনও দর্শকদের মাথায় ঘুরছে -এবার কি আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৪’?
2
6
তবে শুধু এই সিরিজই নয়, অ্যামাজন প্রাইম ভিডিওর সামনে আছে সিরিজের আরও দারুণ লাইন-আপ। কয়েকটি বহুল প্রশংসিত সিরিজের নতুন সিজন নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে দর্শকমহলে।
3
6
দ্য ফ্যামিলি ম্যান সিজন ৪ : সিজন ৩-এর শেষে দু'-একটি দৃশ্য যেভাবে সাজানো হয়েছে, তাতে দর্শকেরা একবাক্যে বলছেন, এটা নিঃসন্দেহে সিজন ৪-এর ইঙ্গিত। চরিত্রগুলোর ভবিষ্যৎ এবং নতুন সন্ত্রাসী আক্রমণের সম্ভাবনা নিয়ে এখনই তর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
4
6
ফর্জি ২ : ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ বিজয় সেতুপতির ঝটিকা উপস্থিতি দর্শকের মাথায় তাজা করে দিয়েছে ‘ফর্জি’র সুপারহিট দুনিয়াকে। শাহিদ কাপুর, বিজয় সেতুপতি, রাশিদা এবং সেই নকল নোট চক্র -সব মিলিয়ে ‘ফর্জি সিজন ২’ নিয়ে প্রত্যাশা এখন আকাশছোঁয়া।
5
6
মির্জাপুর-দ্য ফিল্ম : গত তিন সিজন ধরেই ‘পঞ্চায়েত’-এর নির্মাতারা সূক্ষ্মভাবে ইঙ্গিত দিয়ে গিয়েছেন যে জিতেন্দ্র কুমার হয়তো ‘মির্জাপুর’-এর দুনিয়ায় প্রবেশ করবেন। খবর, ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এ সত্যিই সেই ক্রসওভার ঘটতে পারে। গুড্ডু ভাইয়া, কালীন ভাইয়া আর নতুন আগন্তুক-মির্জাপুরে যে বড়সড় ঝড় আসছে তা বলাই বাহুল্য।
6
6
পঞ্চায়েত ৫ : গ্রামের হালচাল নিয়ে ফের ফিরছে 'সচিবজি' অভিষেক ত্রিপাঠী। একজন তরুণ ইঞ্জিনিয়ার থেকে গ্রামের সেক্রেটারি হয়ে ওঠা অভিষেক ত্রিপাঠীর গল্প এখনও দর্শকদের প্রিয়। নির্মাতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ‘পঞ্চায়েত সিজন ৫’ আসছে ২০২৬-এ। গ্রাম রাজনীতির সরল অথচ গভীর জগৎকে নিয়ে ফের তৈরি হচ্ছে হাসি-চিন্তার নতুন প্যাকেজ।