আলেপ্পো একসময় সিরিয়ার বৃহত্তম শহর এবং প্রাচীন ইতিহাস, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা এবং শিক্ষার কেন্দ্রস্থল ছিল। ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের প্রথম সারিতে ছিল এই শহর। পরে পরস্থিতির বদল হলেও, আজও সেখানে আর পর্যটকরা জান না সেভাবে।
2
7
কাবুল আফগানিস্তানের রাজধানী, এবং সম্ভবত বিশ্বের সবচেয়ে উন্নত রাজধানী। একসময় এর বাজার, প্রাসাদ, বাগান সৌন্দর্য ছিল চোখ ধাঁধানো। তবে বর্তমান কাল্র যুদ্ধ-সংঘর্ষের কারণে এখন বহু মানুষ এড়িয়ে যান কাবুল।
3
7
২০১৩ সাল থেকে যুদ্ধাবস্থায় রয়েছে। জুবা শহরে চলমান সশস্ত্র সংঘাত এবং সহিংসতার কারণে, সেখানে ভ্রমণ করা নিরাপদ নয়। বর্তমানে দক্ষিণ সুদানে বসবাসকারী বিদেশীদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
4
7
ইয়েমেনের সানায় রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্থির এবং উদ্বেগজনক। দেশটির চারটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি, সানার পুরনো শহরটি ২০১৫ সালে বোমা হামলার শিকার হয়েছিল। বিদেশীদের এই শহরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় না।
5
7
সুদানের রাজধানী খার্তুম, যেখানে দু'রঙের নীল নদ মিলিত হয়েছে। সংঘাতের কারণে সুদানের কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই শহরে কারফিউ এবং চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে, ফ্লে বহু মানুষ এড়িয়ে যান।
6
7
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং। স্থানীয় নিয়মকানুন লঙ্ঘনে এখানে বড় শাস্তির মুখে পড়তে হয় বিদেশিদের। ফলে অনেকেই এই এলাকা এড়িয়ে চলেন বা চলার পরামর্শ দেন।
7
7
কলম্বিয়ার রাজধানী বোগোটা দেশের কেন্দ্রস্থলে অবস্থিত। এই শহরে কিছু দুর্দান্ত স্থাপত্য, শিল্পকলা এবং অবশ্যই, চমৎকার কফি পাওয়া যায়। কিন্তু রাস্তাঘাট নাকি বিদেশি পর্যটকদের জন্য সুরক্ষিত নয় একেবারেই।