আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটিতে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ যশস্বী জয়েসওয়াল। ট্রেডমার্ক কাট শট মারতে গিয়েই বারবার সমস্যায় পড়তে হচ্ছে। এবার বাঁ হাতি ওপেনারকে বিশেষ পরামর্শ দিলেন ডেল স্টেইন। তুলনা টানলেন শচীন তেন্ডুলকরের সঙ্গে। একসময় অস্ট্রেলিয়ায় পছন্দের ড্রাইভ মারা বন্ধ করে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন মাত্র ১৩ রানে আউট হন যশস্বী। মার্কো জ্যানসেনের বলে কাট করতে গিয়ে উইকেট ছুড়ে দেন। সম্প্রতি এই শট তাঁকে নিয়মিত বিপদে ফেলছে। নিজের স্বাভাবিক শটের ওপর নিয়ন্ত্রণ আনার কথা বলেন প্রাক্তন প্রোটিয়া তারকা।
ডেল স্টেইন বলেন, 'এটা ওর পছন্দের শট। নিজের স্বভাবসিদ্ধ শট খেলা পুরোপুরি বন্ধ করে দেওয়া কঠিন। পছন্দের বল পেলে স্বাভাবিকভাবেই শট খেলার প্রবণতা বাড়ে। তবে আমার মনে হয়, আপাতত সেটা ওকে বন্ধ করতে হবে। আমার মনে আছে একটা সময় অস্ট্রেলিয়ায় ড্রাইভ করা বন্ধ করে দিয়েছিলেন শচীন। জয়েসওয়ালকে নিজেকে বোঝাতে হবে। একটা নির্দিষ্ট জায়গায় বল পড়লে, তবেই খেলা উচিত।' ভারতের জন্য ৫৪৯ রানের টার্গেট সেট করে দক্ষিণ আফ্রিকা। তার ধারেকাছে পৌঁছতে হলে শুরুটা ভাল করা উচিত ছিল। যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুলের জুটির দিকে তাকিয়ে ছিল ভারত। কিন্তু চতুর্থ দিনের শেষে দুই ওপেনারকে হারায় টিম ইন্ডিয়া।
যশস্বীর আউট হওয়ার ধরন মেনে নিতে পারেননি স্টেইন। তিনি বলেন, 'জয়েসওয়ালের শটটা ফলস শট ছিল। ও এমন শট খেলেই থাকে। ডান হাতি বোলারদের বিরুদ্ধে ওর এই শট খেলা স্বাভাবিক। কিন্তু মার্কো জ্যানসেন বাঁ হাতি। যার ফলে মাঝেমধ্যেই ও বল স্ট্যাম্পে ড্র্যাগ করে বা ক্যাচ দিয়ে ফেলে। ফলে বোল্ড বা স্লিপে ধরা পড়ে। যশস্বী বাজে শট খেলেছে। মার্কো জ্যানসেন ওকে একাধিক শর্ট পিচ বল দেয়। শেষমেষ কাট শট মারতে গিয়েই আউট হয়।' প্রথম ইনিংসে ৪৮৯ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ২০১ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলো অন করাতেই পারত প্রোটিয়ারা। ২৮৮ রানে পিছিয়ে ছিল ভারত। কিন্তু ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে ব্যাট করার কোনও ঝুঁকি নেয়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬০ রানে ইনিংস ঘোষণা করে। ভারতকে ৫৪৯ রানের লক্ষ্য দেয়। চতুর্থ দিন শেষ সেশনে ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারায় টিম ইন্ডিয়া। এখনও ৫২২ রানে পিছিয়ে। ম্যাচ বাঁচানোর সম্ভাবনা প্রায় নেই।
