স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণার পরেই বাংলাদেশি অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে আরিফিন শুভ-র নাম জড়িয়ে সম্পর্কের গুঞ্জন শুরু। আর তারপরেই এদিন দুজনের একটি ছবি পোস্ট করলেন খোদ শুভ! এই ছবির মাধ্যমে অভিনেত্রীর প্রতি ভালবাসার কথাও প্রকাশ করেছেন অভিনেতা। তাতেই নেটপাড়ায় গুঞ্জনের আওয়াজ পরিণত হয়েছে হইচইতে।
এমনিতে জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দু’জনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু এই জুটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে একের পর এক ছবি। ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ছবিতে জুটি হিসেবে দেখা গিয়েছে শুভ-ঐশীকে।
এই পোস্টের মাধ্যমে অনুরাগী মহলে উত্তেজনা ছড়িয়ে দিলেন আরিফিন শুভ। হৃদয়ের ইমোজিসহ নিজেদের একটি প্রেমময় ছবি প্রকাশ করলেন নিজের দেয়ালে। তার উপরে ক্যাপশন জুড়েছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার’। তবে কি সত্যি সত্যি ঐশীর প্রেমে ডুব দিলেন শুভ? অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

এসব ছবি- ক্যাপশনেই বেড়েছে কৌতুহল। নেটিজেনরা প্রশ্ন করছেন, সত্যিই কি প্রেমে পড়েছেন শুভ-ঐশী? না কি এটি ‘নূর’ ছবির প্রচারের একটি কৌশল মাত্র। অনেকে অবশ্য তাই বলছেন। শুভ ও ঐশীর ক্যাপশনগুলো মূলত রাহয়ান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমার গানের লাইন। হয়তো শিগগিরই সেই গান প্রকাশ হবে। তারই প্রচার চলছে এখন।
গত জুলাইয়ে শুভ জানান তার দাম্পত্য জীবনের ইতি টানার কথা। স্ত্রী অর্পিতার সঙ্গে সম্পর্ক টেকেনি, এ খবর তিনি প্রকাশ্যে দেওয়ার পর শুরু হয় নতুন জল্পনা। সে সময় গুঞ্জন ওঠে শুভর ব্যক্তিজীবনে ফাটল নাকি অভিনেত্রী ঐশীর কারণে! অনেকে বলছেন, বিভিন্ন অনুষ্ঠান এই অভিনেতা-অভিনেত্রীকে একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন বেড়েছে। এরপর অবশ্য সে গুঞ্জন এগোয়নি, তবে জিইয়ে ছিল কৌতুহল। এবার তা আরও বাড়ল খানিক।
