মীন রাশিতে প্রবেশ করতে চলেছে শনি। আগামী ২৮ নভেম্বর বড়দেবতার অবস্থানের এই বদল ঘটবে। আর তাতেই সোনায় মুড়বে ৪ রাশির ভাগ্য। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে হুহু করে, কেরিয়ারের উন্নতি ঠেকায় কে?
2
6
আগামী ২৮ নভেম্বর সকাল ৯.২০ নাগাদ স্থান বদলাবে শনি। তাতে সুসময় আসছে ৪ রাশির। তালিকায় কারা আছেন জেনে নিন।
3
6
সিংহ: সিংহ রাশির জাতকদের নিয়ন্তা হলেন সূর্য। এই সময় এই রাশির জাতকেরা নিজেদের শক্তি এবং ফর্ম ফিরে পাবেন। নতুন সুযোগ আসবে তাঁদের জীবনে। নতুন আয়ের উৎস তৈরি হবে। তবে মানুষের সঙ্গে কথা বলার সময় বিবেচনা করে, শান্ত, ধীর ভাবে কথা বলা প্রয়োজন তাঁদের। মানসিকভাবে আরও শক্তিশালী হবেন এই রাশির মানুষেরা।
4
6
মীন: বৃহস্পতির দ্বারা পরিচালিত হন এক রাশির জাতকেরা। মীন রাশিতে শনি আসায় ভাগ্য চমকাবে এঁদের। যাঁদের কেরিয়ার নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছিল, সম্পর্কে নানা জটিলতা তৈরি হচ্ছিল, সেগুলো। সব এই সময়ই মিটে যাবে। কেরিয়ারের তরতরিয়ে উন্নতি করবেন। প্রেম জীবন ভাল হবে। তবে, অন্যের কথা, উপদেশ উপেক্ষা করে কেবল নিজের মন যেটা বলছে সেটাই করবেন বা শুনবেন।
5
6
কুম্ভ: শনির দ্বারা পরিচালিত হওয়া কুম্ভ রাশির জাতকদের এই সময়টা ভাল কাটবে। হঠাৎ ধনসম্পদ লাভ হবে তাঁদের। ওভার অল একটা উন্নতি লক্ষ্য করবেন এঁরা এঁদের জীবনে। ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, ইতিবাচক বদল ঘটবে। এতদিন যে কাজ, অর্থের লেনদেন অর্থাৎ পাওনা টাকা আটকে ছিল সেগুলো হওয়ার সুযোগ আসবে এই সময়েই। নতুন ব্যবসা শুরু করার আদর্শ সময় কুম্ভ রাশির জাতকদের।
6
6
মেষ: মেষ রাশির জাতকদের হারানো প্রেম এই সময় ফিরতে পারে। নতুন কাজের সুযোগ আসবে। অর্থনৈতিক সমস্যা মিটবে, সুখের মুখ দেখবেন তাঁরা ।