আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটি টেস্ট আরও একবার ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা তুলে ধরল। এক অদ্ভুত রেকর্ডের মালিক হলেন কুলদীপ যাদব। যা লজ্জায় ফেলে দেবে ভারতীয় ব্যাটারদের। যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল শুরুটা ভাল করার পর গুয়াহাটিতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়। ৬৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। সেখান থেকে ২০১ রানে অলআউট। ১২২ রানে ৭ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবের পার্টনারশিপে দুশোর গণ্ডি পার করে ভারত। ৪৮ রানে আউট হওয়ার আগে অষ্টম উইকেটে ৭২ রান যোগ করে। ৮৩.৫ ওভারে শেষ হয় ভারতের ইনিংস। ওয়াশিংটনকে কিছুটা খেলার সুযোগ দেন কুলদীপ। ১৯ রান করলেও ১৩৪ বল ক্রিজে টিকে ছিলেন। নতুন বল নেওয়ার পর আউট হন।
৪৮ রানে ৬ উইকেট তুলে নেন মার্কো জ্যানসেন। তিন উইকেট নেন সাইমন হারমার। ওয়াশিংটন এবং কুলদীপের জন্য রানের ব্যবধান কিছুটা কমে। ৭৯তম ওভারে মার্করামের হাতে ধরা পড়েন ভারতীয় অলরাউন্ডার। তার পরপরই আউট হন কুলদীপ। তবে তার আগে একটি রেকর্ড করে ফেলেন। চলতি সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বল ক্রিজে টিকেছিলেন তিনি। ইডেন টেস্ট এবং গুয়াহাটির প্রথম ইনিংস মিলিয়ে এর থেকে বেশি বল খেলতে পারেনি টিম ইন্ডিয়ার কোনও ব্যাটার। অর্থাৎ, এতগুলো বল ক্রিজে টিকে থাকতে পারেনি কোনও ব্যাটার। এর থেকেই ভারতীয় ব্যাটিংয়ের দুরবস্থা স্পষ্ট।
ভারতের টপ ফাইভের মধ্যে কোনও ব্যাটার এই সিরিজে এতগুলো বল খেলতে পারেনি। যশস্বী জয়েসওয়াল ছাড়া ব্যাট হাতে রান পান ওয়াশিংটন। ৪৮ রান করেন। ভারতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান। দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেট ৯ রান ছিল ভারতের। সকালে চার উইকেট হারায় টিম ইন্ডিয়া। চায়ের বিরতির আগে ৪ উইকেট হারিয়ে ১২০ রান ছিল। দ্বিতীয় সেশনে আরও তিন উইকেট হারায়। অষ্টম উইকেটে এই রান না যোগ হলে, আরও লজ্জার মুখে পড়ত ভারত।
