বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ফেলতেই স্তব্ধ হয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রি। মাত্র ১৫ দিন পরই তিনি পা দিতেন নব্বইয়ে। চলতি মাসের শুরুতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসকেরা তাঁকে বাড়িতেই পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রবিবার ভোরে থেমে গেল ছয় দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় চলা এক জীবন্ত কিংবদন্তির পথচলা।

 

বর্ষীয়ান তারকার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়া ভেসে যাচ্ছে ধর্মেন্দ্রকে ঘিরে শেষ স্মৃতিচারণায়। বিশেষ করে ভাইরাল হয়েছে গত বছরে তাঁর জন্মদিন উদযাপনের নানান ছবি, যেন শেষবারের মতো এক আনন্দময় ফ্ল্যাশব্যাক।

২০২৪ সালের ৮ ডিসেম্বর হেমা মালিনী নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দু’টি ছবি। সেখানে তিনি ধর্মেন্দ্রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন—“স্বপ্নের মানুষ… তোমার হৃদয় আমি যেমন ধরে রেখেছি, তেমনই তুমি ধরে রেখেছ আমারটা।” জীবনের ভাল-মন্দ, সুখ-দুঃখের সঙ্গী হয়ে ওঠা এই সম্পর্ক নিয়ে হেমার সেই পোস্ট আজ অভিনেতার প্রয়াণে অন্য মাত্রা পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছিলেন,আগামী বহু বছর তিনি এভাবেই তাঁর সৌজন্য, মাধুর্য আর ভালবাসায় মুগ্ধ হয়ে থাকবেন। সেই আশা আজ অশ্রুসিক্ত করে তুলছে ভক্ত-সহকর্মীদের।

 

ভাইরাল হওয়া আরও কিছু ছবি ২০২৩ সালের জন্মদিনের। সেখানে দেখা যাচ্ছে, হেমা মালিনী এক মিষ্টি চুমু এঁকে দিচ্ছেন ধর্মেন্দ্রর গালে। পাশে হাসিমুখে আছেন তাঁদের দুই মেয়ে এষা ও অহনা। আবার আরেক ভিডিওতে দেখা যায়, ৮৮তম জন্মদিনে বিশাল কেক কেটে উদযাপন করছেন ‘ধরম পাজি’, পাশে দাঁড়িয়ে ছেলে সানি দেওল ও অনুরাগীরা।

 

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবির মাধ্যমে বলিউড  ইন্ডাস্ট্রিতে পা রেখে যিনি হয়ে উঠেছিলেন একত্রে রোম্যান্সের পোস্টার-বয়, অ্যাকশনের ‘হি-ম্যান’ ও পারিবারিক নাটকের অদ্বিতীয় মুখ, সেই ধর্মেন্দ্র রেখে গেলেন ৩০০-র বেশি ছবির এক মহাকাব্যিক যাত্রা। ‘ফুল ঔর পাথর’, ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘ইয়াদোঁ কি বারাত’ একটা প্রজন্মের নায়ক, আরেক প্রজন্মের আইকন, তৃতীয় প্রজন্মের সাংস্কৃতিক স্মৃতি।

 

অবাক করার মতো বিষয়, জীবনের শেষ দিকেও তিনি ছিলেন ব্যস্ত। ‘আপনে’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’য় দুই ছেলের সঙ্গে তাঁর প্রাণোচ্ছল উপস্থিতি, আর ২০২৩-এর ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’-তে শাবানা আজমির সঙ্গে রোমান্টিক মুহূর্ত-সবই প্রমাণ করে যে বয়সকে কখনও ছাপ ফেলতে দেননি তিনি তাঁর কাজে এবং হৃদয়ে।

 

তাঁর মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগেই প্রকাশিত হয়েছে তাঁর অভিনীত নতুন ছবির পোস্টার, ‘ইক্কিস’। অগস্ত্য নন্দার অভিনীত এই যুদ্ধনাট্যে ধর্মেন্দ্র শেষবার দেখা দেবেন নায়ক অরুণ ক্ষেত্রপালের বাবা এম.এল.ক্ষেত্রপালের ভূমিকায়। আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে সেই ছবি, যা আজ হয়ে উঠেছে তাঁর প্রতি শেষ শ্রদ্ধার্ঘ্য।

ধর্মেন্দ্র নেই… কিন্তু তাঁর রেখে যাওয়া আলো, হাসি আর অতুলনীয় মানবিকতা ভারতীয় সিনেমায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।