নয়ের দশকে ‘বিষকন্যা’, ‘জো জিতা ওহি সিকান্দর’-এর মতো ছবিতে পুরুষ হৃদয়ের পাশাপাশি বক্স অফিসেও ঝড় তুলেছিলেন পূজা বেদি। কিন্তু হঠাৎই তিনি যেন বলিউড থেকে উধাও। এত বড় তাঁর গ্ল্যামারাস কেরিয়ার কীভাবে হঠাৎ থেমে গেল? বছরের পর বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছিলেন তাঁর অনুরাগীরা। অবশেষে পূজা নিজেই জানালেন আসল কারণ।

 

 

অভিনেত্রী জানালেন, তাঁর অভিনয় ছাড়ার কারণ ছিল শ্বশুরবাড়ির রক্ষণশীলতা! ভিনধর্মের পাত্রের বিয়ে হয়েছিল অভিনেত্রীর। এক খোলামেলা সাক্ষাৎকারে পূজা জানান, তিনি কোনও হতাশা বা বিভ্রান্তির কারণে সিনেমা ছাড়েননি। বরং, প্রেম-বিয়ে-পারিবারিক চাপই তাঁকে থামিয়ে দেয়।

 

 

পূজার কথায়, “আমি দারুণ কাজ করছিলাম। হঠাৎই বিয়ে করলাম। আমার প্রাক্তন স্বামী ফারহান বলল, ‘আমার পরিবার খুব রক্ষণশীল, তুমি সিনেমায় চলতে পারবে না।’ মা ছোটবেলা থেকে শিখিয়েছিলেন, যা করবে মন দিয়ে করবে। তাই ভাবলাম, যদি গৃহবধূ হই, তবে সেই বিষয়েও সেরা হবই।” পূজা জানিয়েছেন, সেই সময়ে তিনি  শুধু অভিনয়ই ছাড়েননি, ছবির সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়েছেন, এমনকি একটি বড় কামসূত্র ক্যাম্পেইনের নবীকরণও ফিরিয়ে দিয়েছেন, শুধুমাত্র শ্বশুরবাড়ির মান রাখতে।

 


তবে আজ, এত বছর পর তাঁর উপলব্ধি বদলেছে।“ যখন কম বয়স, তখন সিদ্ধান্তও হয় তেমন। আজ হলে হয়তো অন্য পথ বেছে নিতাম। কিন্তু সে সময় সেটাই ঠিক ছিল,” বলেন তিনি। ২০০৩ সালে ফারহানের সঙ্গে বিচ্ছেদের পর খানিকটা বদলায় পূজার পথচলা। বলিউডে না ফিরলেও তিনি নজর কাড়েন একাধিক রিয়েলিটি শো দিয়ে। তার মধ্যে রয়েছে বিগ বস, নাচ বালিয়ে, খতরোঁ কে খিলাড়ি। 

 

গত বছরও তিনি দুটি ডিজিটাল প্রজেক্টে অভিনয় করেছেন। নেটফ্লিক্সের ‘মসাবা মসাবা’-তে ছিলেন থেরাপিস্টের ভূমিকায় এবং জি ফাইভ-এর ‘কমেডি কাপল’-এ এক সিঙ্গল মাদারের চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। উল্লেখ্য, পূজা ও ফারহানের মেয়ে, আলায়া এফ এখন বলিউডের নতুন সেনসেশন। ‘জওয়ানি জানেমন’–এর মধ্য দিয়ে তাঁর ঝকঝকে ডেবিউ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।