আজকাল ওয়েবডেস্ক: বলিউডের হি ম্যান তিনি। আজ সোমবার দেশকে কাঁদিয়ে অনন্তের পথে হাঁটা লাগালেন ধর্মেন্দ্র।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে ব্যথিত দেশের ক্রিকেটাররাও। বীরেন্দ্র শেহবাগ, হরভজনরা শোকপ্রকাশ করেছেন। উঠে আসছে পুরনো ঘটনাও। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শচীন তেণ্ডুলকরকে নিজের ছেলে বলে মনে করতেন 'বীরু'।

সেই পুরনো পোস্ট হঠাৎই ভাইরাল নেটদুনিয়ায়। ধর্মেন্দ্র এক্স হ্যান্ডলে লিখেছিলেন, '' দেশের গৌরবশালী শচীনের সঙ্গে আচম্বিতেই হাওয়াই জাহাজে সাক্ষাৎ হল। শচীনের সঙ্গে যতবারই সাক্ষাৎ হয়েছে ওকে দেখে মনে হয়েছে, ও আমার আদরের ছেলে। জিতে রহো..লাভ ইউ শচীন।''
শচীনও সেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ''আজ সবার বড় বীরু, ধর্মেন্দ্রজির সঙ্গে মোলাকাৎ হল। বীরুদের কথাই আলাদা। সবাই ওঁর ফ্যান। কী বলিস বীরু?''
প্রথম বীরু হলেন ধর্মেন্দ্র। আর দ্বিতীয় বীরু হলেন বীরেন্দ্র শেহবাগ। ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর সাক্ষাৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে 'নজফগড়ের নবাব'-এর প্রসঙ্গ উত্থাপ্পন করেন।

ধর্মেন্দ্রর প্রয়াণে হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''ধর্মেন্দ্রজির প্রতি আন্তরিক শ্রদ্ধা। দেশের আইকন তিনি, যে ভারতীয় সিনেমায় চিহ্ন রেখে গিয়েছেন। তিনি চিরকাল আমাদের স্মৃতিতে থেকে যাবে।''
ছোট বীরু অর্থাৎ বীরেন্দ্র শেহবাগ বর্ষীয়ান অভিনেতা সম্পর্কে বলেছেন, ''ধর্মেন্দ্রজি কেবল অভিনেতাই ছিলেন না। একটা যুগের প্রতীক তিনি। সারল্যে তিনি তারকা, শক্তিতে তিনি হি ম্যান এবং সোনা মোড়ানো হৃদয়। তাঁর ছবি, স্টাইল এবং উষ্ণতা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। মহান এক শিল্পী, ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। ওম শান্তি।''
ধর্মেন্দ্র কেবল একজন আইকনিক অবিনেতা ছিলেন না। তাঁর 'অরা' ছড়িয়ে পড়েছিল সমাজের সর্বত্র। সেই কারণে 'ধর্মেন্দ্রজি'কে ভোলেননি কেউ। ভোলেননি ক্রিকেটাররা।
