আজকাল ওয়েবডেস্ক: ফের একবার রাহুল গান্ধীকে নিশানা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি রাহুলকে ধোনির সঙ্গে তুলনা করলেন। রাজনাথ সিং বলেন, যেভাবে এম এস ধোনি খেলার মাঠের সেরা ফিনিশার, ঠিক তেমনই রাহুল গান্ধী রাজনীতির সেরা ফিনিশার। কংগ্রেসকে ফিনিশ করবে রাহুলই। এই কারণেই প্রচুর নেতারা কংগ্রেসকে ছেড়ে চলে গিয়েছে এবং আগামীদিনেও এই ঘটনা চলবে। কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে রাজনাথ সিং বলেন, কংগ্রেসের সঙ্গে দুর্নীতির সরাসরি যোগাযোগ রয়েছে। বেশিরভাগ কংগ্রেস সরকারের সঙ্গেই দুর্নীতির অভিযোগ জুড়ে রয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এমন কোনও উদাহরণ বিজেপি সরকারের নেই। রাজনাথ কটাক্ষ করে বলেন, ভারতের রাজনীতিকে কংগ্রেস একসময় নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন দু-তিনটি ছোটো রাজ্যেই রয়ে গিয়েছে।
