আজকাল ওয়েবডেস্ক: মনোনয়ন পত্র বাতিলের পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সেই আবেদনও খারিজ করে দিল আদালত। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর তাঁর মনোনয়ন বাতিলের পর হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে মামলা খারিজ করে বিচারপতি জানান, মামলায় হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। আইপিএস ছিলেন দেবাশিস ধর।
পুলিশের চাকরি ছাড়ার সময় রাজ্য সরকারের ছাড়পত্র পাননি। মনোনয়ন জমা দেওয়ার সময় সেই ছাড়পত্র দেখাতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। মনোনয়ন বাতিলের পর কলকাতা হাই কোটের দ্বারস্থ হন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তবে তাঁর আবেদন গ্রহণই করলেন না বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
পুলিশের চাকরি ছাড়ার সময় রাজ্য সরকারের ছাড়পত্র পাননি। মনোনয়ন জমা দেওয়ার সময় সেই ছাড়পত্র দেখাতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। মনোনয়ন বাতিলের পর কলকাতা হাই কোটের দ্বারস্থ হন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তবে তাঁর আবেদন গ্রহণই করলেন না বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
