আজকাল ওয়েবডেস্ক : বারুইপুরে "তৃণমুল কর্মী" খুনের ঘটনায় মূল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখন অধরা। মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওযায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী! এদিন খুনের ঘটনায় অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ।
