ক্যারোলের সুরে যিশুর জন্মদিন পালনে ব্যস্ত গোটা বিশ্ব। একইভাবে বড়দিনকে বরণ কলকাতার। সেন্ট পল"স চার্চে বড়দিনে উপচে পড়া ভিড়। বড়দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চার্চে ভিড় জমিয়েছিলেন সকলে। সুখ-সমৃদ্ধির কামনায় জ্বলছে হাজার-হাজার মোমবাতি।