সলিল চৌধুরীকে নিয়েই এবছরের বইমেলায় আজকাল প্রকাশনীর তরফে প্রকাশিত হল বিশিষ্ট সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র-র বই "সলিলদা ও গানের একগুচ্ছ চাবি"। বইটিতে দেবজ্যোতি মিশ্র কৃতজ্ঞতা জানিয়েছেন আজকাল প্রকাশনের কর্ণধার মৌ রায়চৌধুরীকে। শনিবার আজকাল প্যাভিলিয়নে আড্ডার মেজাজে ধরা দিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। অনুরাগীদের অটোগ্রাফ দিতে দেখা গেল শিল্পীকে।
