শুরু হল গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই মেলায় ভিড় করতে শুরু করেছেন পুণ্যার্থীরা। ইতিমধ্য়েই মেলায় চালু হয়েছে পানীয় জল ও আলো সহ বিভিন্ন পরিষেবা। মেলা অফিস ও মেগা কন্ট্রোল রুমের উদ্বোধনের পর চালু হয়েছে মেলা প্রাঙ্গণ জুড়ে থাকা সিসি ক্যামেরাগুলিও। মেলার মূল মঞ্চে শুরু হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান। গঙ্গা দূষণ প্রতিরোধের বার্তা দিতে এবারেও গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। সাগরকে দূষণমুক্ত করতেও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।
বাইট- গো ফর রান
তীর্থযাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত করার পাশাপাশি পরিবহণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের জন্য আড়াই হাজার সরকারি বাস চলবে। এছাড়া জলপথে ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ও ছ’টি বার্জ দেওয়া হয়েছে। চলতি বছর গঙ্গাসাগর পরিদর্শন করে মেলার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন রাজ্যপালও।
বাইট- গো ফর রান
তীর্থযাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত করার পাশাপাশি পরিবহণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের জন্য আড়াই হাজার সরকারি বাস চলবে। এছাড়া জলপথে ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ও ছ’টি বার্জ দেওয়া হয়েছে। চলতি বছর গঙ্গাসাগর পরিদর্শন করে মেলার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন রাজ্যপালও।
