"গান টি"-বিষয়টা কি একটু জটিল মনে হচ্ছে? না, কোনও জটিলতা নেই। আসলে গান চর্চার সঙ্গে চা চর্চার সম্পর্কটা চিরকালই অবিচ্ছিন্ন। তাই গান তৈরির নেপথ্য গল্পকে সংরক্ষণ করতে এক অভিনব উদ্যোগ "গান টি" । যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসের নিজস্ব প্রেক্ষাগৃহ চারুবাসনায় উদ্বোধন হল "গান টি" সিরিজের।