আজকাল ওয়েবডেস্ক: ছত্তীসগড়ের সুকমা জেলার এক গ্রামে একটি কালো ভাল্লুককে ভয়ঙ্করভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভাল্লুকটির পা স্টিলের তার দিয়ে কাঠের সাথে বেঁধে রাখা হয়েছে এবং এক ব্যক্তি তার কান টানছেন, অপর ব্যক্তি মাথায় আঘাত করছেন ও নখ তুলে নিচ্ছেন। ভাল্লুকটি যন্ত্রণায় ছটফট করছে, আর মুখ থেকে প্রচুর রক্তপাত হচ্ছে।
এই নৃশংস দৃশ্য শিশু, মহিলা সহ স্থানীয় মানুষজন দাঁড়িয়ে থেকে দেখছিলেন। ভিডিও প্রকাশ্যে আসার পর বন দপ্তর ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে। অভিযুক্তদের ছবিও প্রকাশ করা হয়েছে।
বন সংরক্ষক আর.সি. দুগ্গা জানান, “এই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ১৯৭২ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজীবন কারাদণ্ডের ব্যবস্থাও আছে।”
এই ঘটনায় গোটা রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
