অ্যাডামাস ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে সিএফএল অভিযান শুরু ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু হলেও আগামী দিনে কামব্যাক করবে দল এমনটাই বার্তা কোচ দীপক মণ্ডলের। লিগ এখনও অনেক বাকি, জয়ে ফিরবেন বলে আশাবাদী ফুটবলাররাও।