বর্ধমানের জামালপুরে "গণপ্রহারে" দু"জনের মৃত্যু। গরু "চুরি" করতে এসে ধরা পড়ে গেলে দু"জনকে গণপ্রহার দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে হাসপাতালেই দু"জনের মৃত্যু হয়।