বুধের খেলায় বদলে যাবে ভাগ্য! কোন ৫ রাশির জীবনে টাকার বন্যা, অফুরাণ সাফল্য
নিজস্ব সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০২৫ ১৯ : ২৭
শেয়ার করুন
1
6
জ্যোতিষীয় গণনা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। বৈদিক জ্যোতিষে বুধকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা, লেখালেখি এবং যুক্তিবোধের কারক গ্রহ হিসেবে ধরা হয়। অন্য দিকে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি ইন্দ্র—যিনি সাহস, নেতৃত্ব ও বিজয়ের প্রতীক। এই পরিস্থিতিতে বুধের নক্ষত্র পরিবর্তন পাঁচটি রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুভ, লাভজনক ও মঙ্গলময় হতে চলেছে।
2
6
মিথুন রাশির অধিপতি স্বয়ং বুধ হওয়ায় এই গোচর জন্য অত্যন্ত শুভ। কর্মজীবন এবং ব্যবসায় গতি আসবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য লাভজনক চুক্তি ও নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
3
6
কন্যা রাশির জাতকদের জন্য বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ আর্থিক স্থিতি মজবুত করবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে। পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউতে সাফল্যের ইঙ্গিত মিলছে। কথাবার্তায় প্রভাব বাড়বে, যার ফলে সামাজিক ও পেশাগত ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে।
4
6
নিজ রাশিতে বুধের নক্ষত্র পরিবর্তনের ফলে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা সফল হতে পারে। গোপন শত্রুর উপর জয়লাভের যোগ রয়েছে এবং বিনিয়োগ থেকে লাভ হতে পারে। গবেষণা, প্রযুক্তি ও গুপ্তবিদ্যা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্তদের জন্য সময় অনুকূল।
5
6
মকর রাশির জাতকদের জন্য এই নক্ষত্র গোচর যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়াবে। বন্ধু ও প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা পাওয়া যাবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে চলা পরিকল্পনাগুলি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বড়সড় লাভের ইঙ্গিত মিলছে।
6
6
মীন রাশির জাতকদের এই সময় ভাগ্যের সহায়তা মিলবে। বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, লেখালেখি এবং আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্তদের বিশেষ লাভ হতে পারে। পিতা বা গুরুজনের সমর্থন পাবেন। জীবনের লক্ষ্য এবং দিশা আরও স্পষ্ট হয়ে উঠবে।