আজকাল ওয়েবডেস্ক: অনুর্ধ্ব-১৯ পুরুষদের এশিয়া কাপে দাপট বজায় রাখল ভারত। রবিবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত গ্রুপ ‘এ’ ম্যাচে পাকিস্তানকে ৯০ রানে পরাজিত করল ভারতের অনুর্ধ্ব-১৯ দল।
ম্যাচের আগে ব্যাপক বৃষ্টির কারণে ম্যাচটি ৪৯ ওভারে সীমিত করানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৪০ রান, জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ৪১.২ ওভারে ১৫০ রানে।
এই বড় জয়ের ফলে টুর্নামেন্টে নিজেদের অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপ ‘এ’-এর শীর্ষে উঠে এল ভারত। পাশাপাশি সেমিফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা।
টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে অধিনায়ক আয়ুষ মাত্রে দুর্দান্ত শুরু করেন। মাত্র ২৫ বলে ৩৮ রান করে তিনি দলকে ৯.৪ ওভারে ৭৮ রানে পৌঁছে দেন।
তবে তাঁর আউটের পর কিছুটা ছন্দপতন ঘটে ভারতের ইনিংসে। বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা ও বেদান্ত ত্রিবেদী রান করতে ব্যর্থ হন।
এই সময় দায়িত্ব নেন অ্যারন জর্জ। পাওয়ার হিটিংয়ের চেয়ে টাইমিংয়ের ওপর ভর করে তিনি ধৈর্যশীল ইনিংস খেলেন এবং ভারতের ইনিংস সামাল দেন।
তাঁর সঙ্গে কণিষ্ক চৌহান ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই দুই ইনিংসে ভর করেই ভারতীয় দলের রান আড়াইশোর কাছাকাছি পৌঁছে যায়।
মিডল ওভারে অভিজ্ঞতার পরিচয় দেন অভিজ্ঞান কুণ্ডু। তিনি ২২ রান করে দলের স্কোরে মূল্যবান অবদান রাখেন। পাকিস্তানের হয়ে মহাম্মদ সাইয়াম ও আব্দু্ল সুবহান তিনটি করে উইকেট নিয়েছেন এদিন।
পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগে খেলা আলি রাজাও পিচ থেকে সুইং ও সিম আদায় করে নজর কাড়েন। ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে যায়।
হুজাইফা আহসান একাই লড়াই চালিয়ে ৮৩ বলে ৭০ রান করেন, কিন্তু অন্য প্রান্ত থেকে তেমন কোনও সমর্থন পাননি। ভারতের দীপেশ দেবেন্দ্রন শুরুতেই ধাক্কা দেন পাকিস্তান শিবিরকে।
এদিনের ম্যাচে তিনি ৭ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। মূলত তাঁর বোলিংয়ে ভর করেই ম্যাচের রাশ চলে আসে ভারতের হাতে।
এক পর্যায়ে ফারহান ইউসুফ ও আহসান পঞ্চম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু জুটি ভাঙতেই আবার ছন্দ হারায় তারা।
ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বৈভব সূর্যবংশী। তিনি পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফকে আউট করার পাশাপাশি একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে হুজাইফা আহসানকে ফিরিয়ে দেন।
কণিষ্ক চৌহান ও খিলান প্যাটেলও সময়মতো উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই এদিন দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে ভারত।
গ্রুপে দুটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। গ্রুপ লিগে পরের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ মালয়েশিয়া, অন্যদিকে পাকিস্তান মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহির।
