জিতু কামাল সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে, সেখানে কোথাও দেখা যাচ্ছে অভিনেতার ঘাড়ের কাছে একগুচ্ছ সূঁচ ফুটে রয়েছে। কোথাও আবার গোটা পিঠ জুড়ে লাল লাল দাগ। এই ছবিগুলো দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। জানতে চেয়েছেন কী ঘটেছে? 

ভয় পাওয়ার কিছুই নেই, জিতু কামাল আসলে কাপিং থেরাপি করিয়েছেন। সঙ্গে নিডিল থেরাপিও করিয়েছেন অভিনেতা। এদিন তিনি তাঁর এই ট্রিটমেন্টের ছবি পোস্ট করে লেখেন, 'ইচ্ছে আর অনিচ্ছের মাঝে।' তাঁর পোস্ট করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা খালি গায়ে পিছু ফিরে দুই হাত তুলে বসে। আর শিরদাঁড়ার দুই পাশে গোল গোল লাল লাল দাগ। পরের ছবিতে। দেখাজচ্ছে তিনি উপুড় হয়ে শুয়ে রয়েছেন, তাঁর ঘাড় এবং কানের পাশে একগুচ্ছ সূঁচ ফোটানো। এমন আরও একাধিক ছবি তিনি পোস্ট করেছেন। অফ সেটা দেখেই শিউরে উঠেছেন তাঁর অনুরাগীরা। 

এক ব্যক্তি জানতে চান, 'কী হয়েছে দাদা তোমার?' কারও আবার জিজ্ঞাসা, 'ওরে বাবা, কী ভয়ানক! এসব কী?' কেউ আবার জানান এসব দেখে তাঁর ভয় লাগছে। তবে এসবে ভয়ের কিছুই নেই। কাপিং থেরাপি করা হয় মূলত পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, মাথা যন্ত্রণা কমানোর জন্য। এটা এশিয়া মহাদেশে জনপ্রিয়। কাপ গরম করে পিঠে লাগানো হয়। আর নিডিল থেরাপিও যন্ত্রণা কমানো, রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য করা হয়। অ্যাকুপাঞ্চারে যেমন সূঁচ ব্যবহার করা হয় তেমন সূঁচ ব্যবহার করে এই ট্রিটমেন্ট করা হয়ে থাকে। অনেক অভিনেতারাই এগুলো করিয়ে থাকেন। বাদ যান না খেলোয়াড়রাও।

 

প্রসঙ্গত, জিতু কামালকে বর্তমানে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখা যাচ্ছে। নায়িকা বদল হওয়ার পরেও টিআরপি তালিকায় সেরা দশে নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। গল্পে শীঘ্রই নতুন চমক আসছে, আর্যর প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর এন্ট্রি হতে চলেছে। সেই চরিত্রে দেখা যাবে পায়েল দে-কে। একই সঙ্গে দেখা যাবে, আর্য এবং অপর্ণা শীঘ্রই সাতপাকে বাঁধা পড়বে। সেই প্রোমো প্রকাশ্যে এসেছে। তারপর তাদের জীবনে কোন ঝড় ওঠে সেটাই দেখার। 

এই ধারাবাহিক ছাড়াও অভিনেতার হাতে ছবির কাজ রয়েছে। সম্প্রতি তিনি শুটিং করেন এরাও মানুষ ছবির। সেখানে তাঁর বিপরীতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। গত মাসে এই ছবির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। তবে সেসব জটিলতা কাটিয়ে তিনি এখন মন দিয়ে কাজ করছেন। ছোটখাটো আপডেট নিয়মিত ভাগ করে দর্শকদের সঙ্গে।