আবর্জনার স্তুপের পাশে পড়ে বৃদ্ধর দেহ। পাশেই পড়ে সৎকারের প্রয়োজনীয় জিনিস। বর্ধমানের অফিসার্স কলোনির ঘটনায় চাঞ্চল্য। দাহ করার আর্থিক সামর্থ্য না থাকার কারণেই হয়ত এইভাবে দেহ ফেলে গিয়েছেন পরিবার, অনুমান স্থানীয়দের।