রথ যাত্রার ৯ দিনের মাথায় দশমী তিথিতে পুরীতে মহাসমারোহে পালিত বহুড়া যাত্রা। বহুড়া যাত্রা তথা উল্টোরথে গুন্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। সোমবার উল্টোরথ পালিত হলেও পুরীতে আজই শেষ হচ্ছে না রথযাত্রার উৎসব। আরো তিন দিন রথেই থাকবেন জগন্নাথ দেব। ব্যুরো রিপোর্ট আজকাল ডট ইন