১. লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে বিজেপি। ঠাসা কর্মসূচি শুরুর আগে সাত সকালে জোড়াসাঁকোর গুরুদোয়ারায় বিশেষ প্রার্থনা শাহ-নাড্ডার। গুরুদোয়ারা থেকে বেরিয়ে করলেন জনসংযোগও।

২. কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় অমিত শাহ-জে পি নাড্ডা। বিজেপির বঙ্গ ব্রিগেডের সঙ্গে বৈঠকে বসার আগে কালীঘাটে পুজো দিলেন বিজেপির ২ শীর্ষনেতা। 

৩. লোকসভা নির্বাচনে টার্গেট বাংলা। রাজ্যে বিজেপির ১৫ সদস্যের নির্বাচনী কমিটি গঠন শাহ-নাড্ডার। রাজ্যে বিজেপির কৌশল নির্ধারণের পাশাপাশি প্রার্থীও বাছাই করবেন কমিটির সদস্যরা।

৪. লোকসভা ভোটে শুধু রাজ্য নেতাদের ভরসা নয়। শাহ-নাড্ডার নয়া নির্বাচনী কমিটিতে দিলীপ,সুকান্ত,শুভেন্দু সহ বঙ্গ বিজেপির ১০ সদস্য। রয়েছেন অমিত মালব্যসহ বিজেপির পাঁচ কেন্দ্রীয় নেতৃত্বও।

৫. শাহ-নাড্ডার "ইলেকশন ম্যানেজমেন্ট টিম" থেকে বাদ রাজ্যের চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কমিটিতে ঠাঁই হয়নি নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুরের। কমিটিতে নেই মিঠুন চক্রবর্তীও। 

৬. সুকান্ত গীতাপাঠ মন্তব্যের প্রতিবাদ। রাজ্যজুড়ে ধিক্কার মিছিল ঘাসফুল শিবিরের। শাহ-নাড্ডা সফরের দিনেই কলকাতার পথে যুব তৃণমূল। সুকান্তর ক্ষমা চাওয়ার দাবি। মিছিলে ফুটবল খেললেন শশী-সায়নীরা। 

৭. শাহ-নাড্ডা সফরের পরেই রাজ্যে আসছেন মোহন ভগবত। সূত্রের খবর, ২৯ জানুয়ারি রাতে কলকাতায় আসবেন আরএসএস প্রধান। ৩০ ও ৩১ জানুয়ারি বাংলায় ঠাসা কর্মসূচি মোহন ভগবতের। 

৮. কাশ্মীরের হাল হবে গাজার মতো! কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার। কাশ্মীর সমস্যা মেটাতে আলোচনার পক্ষে মত ফারুকের। 

৯.কলকাতায় ৫ করোনা আক্রান্তের হদিশ। দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১। যদিও এখনও পর্যন্ত এই উপরূপে আক্রান্তের খোঁজ মেলেনি বাংলায়।

১০.লোকালয়ে ঢুকে পাঁচিলে বসে রোদ পোহাচ্ছে বাঘ। আতঙ্কে কাঁটা হয়েও বাঘ দর্শনের হিড়িক গ্রামবাসীদের। দক্ষিণরায়ের অবসরযাপন উপভোগ স্থানীয়দের। ভাইরাল উত্তরপ্রদেশের পিলিভিটের ভিডিও।