তিনি এই যুদ্ধের সৈনিক নন, এমনটাই দাবি চিরঞ্জিৎ চক্রবর্তীর। তবু তাঁকে ফিরে ফিরে আসতে হয়। তাঁকে ফিরিয়ে আনেন তাঁর অনুরাগীরা। বারাসতবাসীরা, নির্বাচনী এলাকার মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তিনি ঠিক করেছেন, আর নয়। এবার তিনি রাজনীতি ছাড়বেনই। বৃহস্পতিবার বারাসতের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই বক্তব্য রাখলেন বিধায়ক-অভিনেতা।

২০১১-২০২৪। ১৩ বছরের লম্বা রাজনৈতিক সফর। বরাবর বারাসত নির্বাচনী কেন্দ্র থেকে জিতে আসছেন চিরঞ্জিৎ। গত বছরও তিনি বিধায়ক পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর অনুরোধে ফের নির্বাচনে লড়তে হয় তাঁকে। এবারেও সে কথাই তিনি জানিয়েছেন। একই সঙ্গে রসিকতা, ‘‘আপনারাও এত নির্দয় যে আমি ফিরতে না চাইলেও আপনারা আমায় ফেরাবেনই।’’ এও জানান, এবার নির্বাচনের আগে আমেরিকায় মেয়ের কাছে গিয়ে থাকবেন। দেশ দূরের কথা, শহরেই থাকবেন না! তাঁর বক্তব্য শুনে হেসে ফেলেছেন উপস্থিত সবাই। পরে বিধায়ক এও স্বীকার করে নেন, যাব বললেই কি যাওয়া যায়? তিনিও ছেড়ে যেতেন পারেন না বারাসতবাসীদের। তাঁরা ডাকলেই তাই ছুটে ছুটে আসেন।

পাশাপাশি, অঞ্চলের সার্বিক উন্নয়নের প্রশংসাও করেন। তাঁর কথায়, ‘‘সারা শহর খুব সুন্দর করে সেজে উঠেছে। যা দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। কিন্তু আমার বারাসতও কলকাতার থেকে কিছু কম সুন্দর নয়। এখনকার উন্নয়ন দেখে আমার তিনি রাজনীতি ছাড়বেনই।