রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
উপালি মুখোপাধ্যায় | ০৫ মার্চ ২০২৪ ০১ : ০১
কমবেশি সবাই জানেন। কিন্তু মুখ খোলেন ক’জন? এমন জ্বলন্ত বিষয় মা-বাবাও চাপা দিয়ে রাখতে চান। নইলে কলঙ্ক ছড়াবে। সমস্যা বাড়বে। এই বিষয় যদি ছোটপর্দায় উঠে আসে? স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’র সেটে তেমনই গল্পের সন্ধান পেল আজকাল টেলিভিশন।
দাসানি স্টুডিওয় ঝিমঝিমে দুপুর। সেটে পা রাখতেই ডানহাতে যত্ন নিয়ে সাজানো রাধা-কৃষ্ণের মূর্তি। পায়ের কাছে রাখা মাটির থালায় আবির, ফাগ। একটুকরো পবিত্রতা পেরিয়ে ভিতরে পা রাখতেই বসার ঘর। সেখানে ধবধবে সাদা পর্দা। দুধসাদা দেওয়ালে রকমারি ঘরসাজানোর মোটিফ, মূর্তি, নানা উপকরণ। বসন্তের ঝাঁঝালো রোদ এড়িয়ে সেই ঘর যেন চোখের আরাম। লাগোয়া মডিউলার কিচেন, খাওয়ার পরিসর। রান্নাঘরের নানা রঙের চিনামাটির জিনিসপত্র দূর থেকে নজর কেড়েছে।
বঁধুয়া আমার চোখে জল এনেছে...
যে বাড়ি এত সাজানো সেই বাড়ির ছেলে আবিরের এমনই দশা। বেচারি বিয়ের জন্য উৎসুক। খুব পছন্দ পেখমকে। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নও দেখে। কিন্ত সে উত্তর হলে তার প্রিয়া যে দক্ষিণ! যৌথ পরিবারের বড় হওয়া আবির আর একা থাকতে চাওয়া পেখম— যেন সুমেরু আর কুমেরু। তারা কি কোনও দিন মিলবে? প্রশ্ন নিয়ে ৪ মার্চ থেকে রোজ সন্ধে সাড়ে সাতটায় ছোটপর্দায় এসেছে সুশান্ত দাসের নতুন ধারাবাহিক। ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে এই প্রজন্মের ইংরেজি মাধ্যমের প্রতি আকর্ষণের কথা তুলে ধরেছিলেন টেন্ট প্রযোজনা সংস্থার কর্ণধার। ‘তোমাদের রানি’তে মা হওয়ার পাশাপাশি এক মেয়ের স্বপ্নপূরণের গল্প। সুশান্তর দাবি, ‘‘ধারাবাহিকের জন্য বরাবর সমাজের জ্বলন্ত সমস্যাকেই বেছে নিয়েছি। ছেলেবেলার যৌন হয়রানি মানুষের জীবন কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, এই ধারাবাহিক সেই দিক দেখাবে। পেখমকেই দেখুন। বেচারি অনেক গুণের অধিকারি। তবু নিজেকে মেলে ধরতে পারে না। মা-বাবার চাপে ভিতরে বয়ে নিয়ে চলা এই কষ্ট তাকে সুস্থ জীবনে পা রাখতে দেয় না। এবার এই দিকগুলো তুলে ধরতে হবে।’’ সুশান্ত আরও জানান, রিজওয়ান রব্বানির অভিনয় তিনি দেখেছেন। একাধিক জনপ্রিয় ধারাবাহিক তাঁর ঝুলিতে। এই ধারাবাহিকে তাই তিনিই ‘আবির’। নায়িকা নতুন মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি ওঁর ছোট ছোট ভিডিও নিয়মিত দেখতেন। সেই জায়গা থেকেই তিনি ‘পেখম’। আছেন দীপঙ্কর দে, শ্রী বসুর মতো অভিনেতাও।
আবিরের মতোই রঙিন...
নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত রিজওয়ান। বললেন, ‘‘প্রচার ঝলকে আমার পরা পোশাকগুলো দেখেছেন? নানা রঙে রঙিন। এর আগে এত রং আমার চরিত্রে কেউ ঢালেনি! চোখে সারাক্ষণ টিন্ট গ্লাস, রঙিন পোশাক আর প্রেমিক মন নিয়ে আবির পাক্কা পাগলপ্রেমী। সবাইকে নিয়ে মানিয়ে চলতে ভালবাসে। তার জীবনে একাকীত্ব খোঁজা এক মেয়ে। যার জীবনে রয়ে গিয়েছে দমচাপা কষ্ট। এই মেয়ের জীবনে আবির কি দখিনের খোলা জানলা হয়ে উঠতে পারবে?’’ দর্শকদের সঙ্গে তিনিও উত্তর খুঁজবেন, জানালেন রিজওয়ান। এমন একটি চরিত্রে কাজ করবেন বলেই তিনি ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকের পরে এতদিন অপেক্ষা করেছেন।
যন্ত্রণাই সাংবাদিকতার হাতিয়ার
প্রথম অভিনয়। তিনি পারবেন তো? ভয় ছিলই জ্যোতির্ময়ীর মনে। তাঁর কথায়, ‘‘দেখলাম, আমার থেকেও আমার উপরে বেশি বিশ্বাস প্রযোজনা সংস্থার। সেটাই মনের জোর বাড়াতে সহযোগিতা করেছে। ওঁরা শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন।’’ আবিরের বিপরীতে পেখম ভীষণ চাপা। নিজের অতীত নিয়ে মুখ খুলতে নারাজ। সারাক্ষণ সেই কারণে যেন দমচাপা কষ্টে ভোগে। অতীত ভুলে ভালবাসতে ভয় পায়। এদিকে সংবাদিকতার স্বপ্ন দেখে! বাস্তবেও কি জ্যোতির্ময়ী তেমনই? জবাব এল, ‘‘পুরোটা নয়, কিছুটা। যদিও আমার কোনও অতীত নেই। আমার কোনও প্রেমও নেই। আমি একা।’’ নায়িকা মডেল হিসেবে খ্যাত। কিন্তু অভিনয় আর মডেলিং তো এক নয়...!! বলতেই ঝকঝকে উত্তর, ‘‘সেই জন্য প্রতি মুহূর্তে শিখছি। নিজেকে ঘষামাজা করছি। সবার অভিনয় দেখছি। খুব সমস্যা এখন আর হচ্ছে না।’’
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?