আজকাল ওয়েবডেস্ক: সক্রিয় রাজনীতি থেকে সরার ইচ্ছাপ্রকাশ করলেন গৌতম গম্ভীর। ২০১৯ লোকসভা ভোটে বিজেপির টিকিটে তিনি পূর্ব দিল্লি থেকে জিতে সাংসদ হয়েছিলেন। এবার আচমকাই রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। ক্রিকেটের জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন গম্ভীর। প্রসঙ্গত, আইপিএলে এবার কেকেআরের মেন্টর পদে দেখা যাবে গম্ভীরকে। মার্চের শেষেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। তাই সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত বলে জানান গম্ভীর। সেকথা জানিয়েও দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।
এক্স হ্যান্ডলে গম্ভীর লিখেছেন, ‘দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করছি রাজনৈতিক দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য। আমার একাধিক ক্রিকেটীয় কমিটমেন্ট রয়েছে আগামীতে। সেদিকে মনোনিবেশ করতে চাই। আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ।’ প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে বিজেপিতে যোগ দেন গম্ভীর। লোকসভা ভোটে জিতে সাংসদও হন। তবে সূত্রের খবর, ২০২৪ সালের ভোটে তাঁকে টিকিট দেওয়া হবে না বলে একটা কানাঘুষো চলছে। সেকারণেই রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন গম্ভীর।
এক্স হ্যান্ডলে গম্ভীর লিখেছেন, ‘দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করছি রাজনৈতিক দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য। আমার একাধিক ক্রিকেটীয় কমিটমেন্ট রয়েছে আগামীতে। সেদিকে মনোনিবেশ করতে চাই। আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ।’ প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে বিজেপিতে যোগ দেন গম্ভীর। লোকসভা ভোটে জিতে সাংসদও হন। তবে সূত্রের খবর, ২০২৪ সালের ভোটে তাঁকে টিকিট দেওয়া হবে না বলে একটা কানাঘুষো চলছে। সেকারণেই রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন গম্ভীর।
