আজকাল ওয়েবডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার সামগ্রিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সেখানে প্রতিনিয়ত মারা যাচ্ছে নিরীহ মানুষ। এর মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। রাষ্ট্রসঙ্ঘের শিশু বিষয়ক তহবিল সেভ দ্য চিলড্রেনের প্যালেস্টাইনি শাখার আঞ্চলিক পরিচালক জেসন লি বলেছেন, গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশু মারা যাচ্ছে। তিনি বলেছেন, ‘আহত ২০ হাজার সাধারণ নাগরিকের তিনজনের মধ্যে একজন শিশু।’ জনাকীর্ণ পরিস্থিতি এবং স্বাস্থ্যবিধির অভাবে সেখানে সংক্রামক রোগ বাড়ছে বলেও জানান তিনি। জেসন লি’র আশঙ্কা, ওই অঞ্চলে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়তে পারে। তাঁর মতে, গাজায় যে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে তা সাগরের মধ্যে এক ফোঁটা জল ফেলার মতো। সেখানে আরও বেশি খাবার, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানির প্রয়োজন। গত ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৩ হাজার ৩২৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পশ্চিম তীরে মারা গেছে আরও ৩৬ শিশু।
