আজকাল ওয়েবডেস্ক: ইরানে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইজরায়েলে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করল ভারত সরকার।

বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত এক নির্দেশিকায় ভারতীয়দের সতর্ক থাকার পাশাপাশি ইজরায়েলি প্রশাসন ও হোম ফ্রন্ট কমান্ডের জারি করা সমস্ত নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের ইজরায়েলে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা উচিত। জরুরি পরিস্থিতিতে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাসের ২৪x৭ হেল্পলাইনে যোগাযোগ করার জন্যও জানানো হয়েছে।

হেল্পলাইন নম্বরগুলি হল: +৯৭২-৫৪-৭৫২০৭১১ এবং +৯৭২-৫৪-৩২৭৮৩৯২। বিদেশমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, ইজরায়েলে অবস্থানরত সমস্ত ভারতীয় নাগরিককে সতর্ক থাকতে এবং ইজরায়েলি কর্তৃপক্ষ ও হোম ফ্রন্ট কমান্ডের জারি করা নিরাপত্তা নির্দেশিকা ও প্রোটোকল মেনে চলতে বলা হচ্ছে।’

ইরান জুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মাঝে এই সতর্কতা জারি করা হয়েছে ভারত সরকারের বিদেশমন্ত্রকের তরফে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, আমেরিকা হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাতে বাধ্য হবে ইরান। এই পরিস্থিতিতে তেহরানের প্রধান প্রতিদ্বন্দ্বী তেল আভিভেও উদ্বেগ বাড়ছে।

এর মধ্যেই স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ ও মধ্য ইজরায়েলের একাধিক এলাকায় জনসাধারণের জন্য আশ্রয়কেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারেন।

উল্লেখ্য, ইরানের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায় সেখানে থাকা ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার প্রস্তুতিও শুরু করেছে ভারত সরকার। বুধবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস নতুন করে নির্দেশিকা জারি করে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের।

বিশেষ করে পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের যে কোনও পরিবহণ ব্যবস্থা, এমনকি বাণিজ্যিক বিমান ব্যবহার করেও দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিক ও প্রবাসী ভারতীয়দের (PIO) অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং যেখানে বিক্ষোভ বা প্রতিবাদ চলছে, সেই সব এলাকা এড়িয়ে চলতে হবে।

একই সঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং স্থানীয় সংবাদমাধ্যমের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখার অনুরোধ জানানো হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী জানানো হয়েছে, বর্তমানে ইরানে পড়ুয়াসহ প্রায় ১০ হাজারের কিছু বেশি ভারতীয় নাগরিক বসবাস করছেন।