আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কার পালা। সোমবার পুনেতে লঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ নম্বরে উঠে এল রশিদ খানরা‌‌। মোট তিন ম্যাচ জিতল আফগানরা। তাঁদের সেরা বিশ্বকাপ। চোটের জন্য দাসুন শানাকা, লাহিরু কুমারা, মাথিশা পথিরানা ছিটকে যাওয়ায় দুর্বল হয়ে গিয়েছে শ্রীলঙ্কার বোলিং। সেই সুযোগ পুরোদমে কাজে লাগায় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৪১ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ৪৫.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ম্যাচের সেরা ফাজালহক ফারুকি। ৩৪ রানে ৪ উইকেট নেন। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কার কোনও ব্যাটারই বড় রান করতে পারেনি। সর্বোচ্চ রান পাথুম নিশাঙ্কার। ৪৬ করে আউট হন। কুশল মেন্ডিস (৩৯), সাদিরা সামারাবিক্রমে (৩৬) কিছুটা চেষ্টা করেন। চার উইকেট নেন ফারুকি। জবাবে ব্যাট করতে নেমে শূন্যতে রহমানুল্লা গুরবাজ আউট হলেও টপ অর্ডারের সাফল্যে অনায়াসেই ম্যাচ জেতে আফগানিস্তান। অর্ধশতরান তিনজনের। ৬২ করেন রহমত শাহ। ৫৮ করে আউট হন অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি। ৬৩ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলে জয়সূচক রানে পৌঁছে দেন আজমাতুল্লাহ ওমারজাই। লঙ্কার বোলারদের রেয়াত করেনি আফগানরা। তিন জয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছেন রশিদ খানরা।