শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ৪৫
তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’র ঝুলিতে একের পর এক খুশির খবর।
গত সপ্তাহে বাণিজ্যের অঙ্ক ছিল ৫৭ লক্ষ। খবর, চলতি সপ্তাহে সেটি কোটি ছুঁইছুঁই। পাশাপাশি, ১ মার্চ ছবিটি সর্বভারতীয় স্তরে মুক্তি পেতে চলেছে। ইংরেজি সাবটাইটেল বাংলা ছবির গল্প ছড়িয়ে দেবে সব ভাষাভাষির মানুষের কাছে। তাই পরিচালকের ব্যস্ততা তুঙ্গে। দারুণ খুশি পুরো টিম। এই ছবি দিয়ে বড়পর্দায় এই প্রথম ধূসর চরিত্রে শ্রীলেখা মিত্র। আজীবন যিনি পথপশুপ্রেমী। তাঁকে একদম বিপরীত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ছবিজুড়ে তিনি কূটবুদ্ধির জাল বিছিয়েছেন। তাঁর ‘ক্রাইম পার্টনার’ অম্বরীশ ভট্টাচার্য! বহুদিন পরে ভিন্ন স্বাদের চরিত্রে নিজেকে মেলে ধরায় দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছেন। প্যান ইন্ডিয়া রিলিজের আগে ছবি ঘিরে তাঁর বক্তব্য কী?
জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শ্রীলেখার সঙ্গে। ছবি দেখে অনেকেরই দাবি, ‘পারিয়া’ নাকি ‘অ্যানিমেল ২.০’ বাংলা ভার্সন... কথা ফুরোনোর আগেই অনুযোগ তাঁর গলায়। পাল্টা প্রশ্ন, ‘‘কে বা কারা বলেছেন জানি না। আমি এই মত মানতে নারাজ। আর কত দিন এভাবে হিন্দি-বাংলা ছবির মধ্যে তুল্যমূল্য বিচার হবে? ‘অ্যানিমেল’ তার মতো করে জনপ্রিয়। আমরা আমাদের মতো করে।’’
টলিউড বলছে, "পারিয়া" জনপ্রিয় লোকমুখ প্রচারে। বিষয়বৈচিত্র্য এবং অভিনয়গুণে। যার জেরে সাত দিনে ৫৭ লক্ষ ব্যবসা করেছে হাসতে হাসতে। অভিনেত্রী যোগ করেছেন, এবং সারমেয়দের আশীর্বাদে। ওদের কথা কেউ বলে না। "পারিয়া" বলেছে। তাই ওদের ভালবাসায়, আশীর্বাদে ছবির এই সাফল্য। দেশের সারমেয়দের কথা ভাবেন ক’জন? এই ছবি ওদের যন্ত্রণার সাক্ষী। ওরা তাই খুশি। সর্বভারতীয় স্তরে ছবিমুক্তি ঘটলে শ্রীলেখা এই ছবি থেকে আর কী কী আশা করবেন? তখনই তিনি বলেন, ‘‘মুম্বইয়ে আমার কিছু চেনাজানা আছে। নাম বলব না। কিন্তু তাঁরা প্রথম সারির। তাঁদের ছবির টিজার, ট্রেলার দেখতে দিয়েছিলাম। ছবি দেখে মুগ্ধ সেই সমস্ত বিশিষ্টজন জানিয়েছেন, বিষয়বস্তু এতটাই অভিনব যে ‘পারিয়া’র হিন্দি সংস্করণ হওয়া উচিত।’’ আরও যোগ করেছেন, সবাই বিদেশি পোষ্য কিনে ফলাও করে সমাজমাধ্যমে ঘোষণা করেন। আর দেশিয় সারমেয়দের উপরে নৃশংস অত্যাচার চালান। এই ছবি দেখে কুকুরপ্রেমীরা তো কেঁদেইছেন। যাঁরা সেটা নন তাঁদেরও বুকে মোচড় পড়েছে। আশা, সারা দেশে এই ছবি ছড়িয়ে পড়লে কুকুরদের উপরে অত্যাচার বন্ধ হবে।
নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?