২০২৬-এর বড় বলিউড রিলিজের তালিকায় ইতিমধ্যেই শিরোনামে উঠে এসেছে ‘ও রোমিও’। কারণও স্পষ্ট। সেলিব্রেটেড এক পরিচালক, শক্তপোক্ত গল্প, আর তার সঙ্গে তারকায় ভরা কাস্ট। ছবি মুক্তির আগেই যেভাবে আলোচনা তৈরি হয়েছে, তা বলিউডের পরের বড় ঘটনাই ইঙ্গিত দিচ্ছে।
2
6
সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে শাহিদ কাপুর ও পরিচালক বিশাল ভরদ্বাজের বহু প্রতীক্ষিত রি-ইউনিয়ন। ‘কামিনে’, ‘হায়দর’ ও ‘রেঙ্গুন’-এর পর এই চতুর্থ বার একসঙ্গে কাজ করছেন পরিচালক ও অভিনেতা জুটি। স্বাভাবিকভাবেই দর্শকের প্রত্যাশা তাই তুঙ্গে।
3
6
শাহিদের সঙ্গে ছবিতে রয়েছেন বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া, তৃপ্তি দিমরি এবং নানা পটেকর। অর্থাৎ কাস্টিংয়েই ধরা পড়ছে ছবির ওজন।
4
6
গত বছর ১৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ছবির প্রথম পোস্টার। সেখানে শাহিদের মুখ পুরোপুরি দেখা না গেলেও তাঁর তীব্র ও রহস্যময় উপস্থিতিই যথেষ্ট কৌতূহল বাড়ানোর জন্য। শুটিং শুরু হয়েছিল ২০২৫ সালের ৬ জানুয়ারি, শেষ হয়েছে ৩১ আগস্ট।
5
6
প্রথমে ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ছবিটি ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-তে প্রেক্ষাগৃহে আসছে।
6
6
খবর, ‘ও রোমিও’ নিয়ে যাওয়া হবে দর্শকদের অতীতের এক অপরাধজগতের অন্দরমহলে। ভারতের এক ব্যস্ত মহানগরের রাস্তাঘাট, অন্ধকার আন্ডারওয়ার্ল্ড আর ক্ষমতার টানাপোড়েন মিলিয়ে তৈরি হবে থ্রিলারে ভরা এক ডার্ক ড্রামা।