বড়দিনের আগেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। গতকালের তুলনায় আজ সামান্য কমল শহরের তাপমাত্রা। বড়দিনের আবহে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে।
2
6
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। আগামিকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
4
6
বৃহস্পতিবার, বড়দিন থেকে আগামী দু'দিনে বাংলার সব জেলায় রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। এরপরের তিনদিনে তাপমাত্রার আরও কোনও পরিবর্তন হবে না।
5
6
অর্থাৎ বড়দিনের আবহ থেকে বছরের শেষভাগ পর্যন্ত বাংলা জুড়ে শীতের ঝোড়ো ব্যাটিং চলবে। পাশাপাশি জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
6
6
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ও উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।