আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই দর্শক থেকে সমালোচক, এককথায় সবাই ছবির প্রশংসায় পঞ্চমুখ। আর এমন সাফল্যের মাঝেই ছবিতে 'জাভেদ খানানি' চরিত্রে অভিনয় করা অঙ্কিত সাগর খোলামেলা মন্তব্য করলেন ছবির জনপ্রিয়তা, বিতর্ক এবং বলিউডের স্পাই ইউনিভার্স নিয়ে।

এক সাক্ষাৎকারে তিনি প্রথমেই কথা বলেন ধুরন্ধর ছবিটিকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে। ‘ধুরন্ধর’-এর গল্প শহিদ মেজর মোহিত শর্মার জীবনের সঙ্গে মিলিয়ে দেখার প্রবণতাকে তিনি যুক্তিহীন বলেই দাবি করেন। অঙ্কিতের কথায়, “মানুষ দু’জন মানুষের জীবনে সামান্য মিল পেলেই ধরে নেয় বিষয়টা নাকি সেখান থেকেই নেওয়া। চেহারা বা গল্পের কোনও মিল পেলেই বলা শুরু হয়, এই তো এটা নিশ্চয়ই ওঁর গল্প। কিন্তু আমার মনে হয় না পরিচালক বাস্তবে কারও থেকে অনুপ্রেরণা নিয়েছেন।”
এর পরই আসে যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর প্রসঙ্গ। সরাসরি যশ রাজ ফিল্মসের নাম না করলেও অঙ্কিত স্পষ্ট ইঙ্গিত দেন‘ধুরন্ধর’-এর সাফল্যের বড় কারণ তার গল্প বাস্তবের কাছাকাছি। তাঁর মন্তব্য,“আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। ওরাও হিট দিয়েছে। তবে ‘ধুরন্ধর’ যেটা আলাদা, সেটা হল এর বাস্তবতা। একই সঙ্গে বাণিজ্যিক বিনোদনের সব উপাদানও আছে। তাই এত মানুষের কাছে পৌঁছতে পেরেছে। বাস্তবে আইএসআই আর র’-এর লোকেরা তো একসঙ্গে নাচে না। কিন্তু কেউ কেউ হয়তো সব পক্ষকে খুশি রাখতে চায়, সব দিক থেকেই টাকা তুলতে চায়, তাই ওরকম গল্প নিয়ে ছবি তৈরি করে।”
এই মন্তব্য স্বাভাবিকভাবেই অনেকে দেখছেন ‘টাইগার’ সিরিজে ক্যাটরিনা কইফ এবং ‘পাঠান’-এ দীপিকা পাড়ুকোনের চরিত্রায়নের দিকে সূক্ষ্ম খোঁচা হিসেবে।

প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ ছবিতে আর. মাধবনকে দেখা গেছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যালের ভূমিকায়, যিনি পাকিস্তানে একটি বড় সন্ত্রাসচক্র ভাঙার দায়িত্ব নেন। অন্যদিকে, রণবীর সিং অভিনয় করেছেন এক পাঞ্জাবি যুবকের চরিত্র, যাকে জেল থেকে বের করে ট্রেনিং দিয়ে পাঠানো হয় করাচির অপরাধ জগতের ভেতরে। ছবিতে রয়েছেন সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না সহ একঝাঁক তারকা। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ। বক্স অফিসে এই ছবি তখন মুখোমুখি হবে যশ অভিনীত ‘টক্সিক’-এর সঙ্গে।
সব মিলিয়ে, ‘ধুরন্ধর’ শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বাস্তবমুখী অ্যাকশন ও রাজনৈতিক টানাপোড়েনের নতুন স্বাদ দিয়েই যেন তৈরি করেছে আলাদা ঘরানা, আর সেই আত্মবিশ্বাসই স্পষ্ট অভিনেতা অঙ্কিত সাগরের কথায়।
