অবশেষে প্রকাশ্যে এল থালাপথি বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘জনানায়গন’-এর প্রথম লুক। এই রাজনৈতিক থ্রিলারটি পরিচালনা করছেন এইচ. ভিনোথ। ২০২৬ সালের ৯ জানুয়ারি, পঙ্গল উৎসবকে লক্ষ্য রেখে মুক্তির পথে এগোচ্ছে এই ছবি। নতুন পোস্টারে একসঙ্গে দেখা গেছে থালাপথি বিজয় ও বলিউড তারকা ববি দেওলকে আর সেখানেই যেন স্পষ্ট হয়ে উঠেছে ছবির টানটান উত্তেজনার আভাস।

 

প্রকাশিত পোস্টারে ধ্বংসস্তূপ আর বিশৃঙ্খলায় ভরা একটি প্রেক্ষাপট। আগুনে জ্বলছে হেলিকপ্টার, চারদিকে ভয় আর আতঙ্কের ছাপ। এই পরিস্থিতির মধ্যেই বিজয়কে দেখা যায় হাত বাড়িয়ে দিতে ববি দেওলের চরিত্রের দিকে, যাকে দেখে মনে হচ্ছে সেনাবাহিনীর একজন অফিসার। এই দৃশ্যই ইঙ্গিত দিচ্ছে শত্রুতা, ক্ষমতার লড়াই আর মানবিকতার দ্বন্দ্ব একসঙ্গে বয়ে নিয়ে যাবে ছবির গল্প।

 


ছবির এই পোস্টারে বিজয়কে তুলনামূলক কমবয়সী একটি লুকে দেখা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, ছবিতে বড়সড় একটি ফ্ল্যাশব্যাক অংশ রয়েছে। কারণ প্রথম গান ‘থালাপথি কাচেরি’-তে তাকে সল্ট-অ্যান্ড-পেপার হেয়ারস্টাইলে দেখা গিয়েছিল। অর্থাৎ, একাধিক টাইমলাইনে ভাগ হয়ে এগোতে পারে ছবির কাহিনি।

 

হিন্দিতেও আসছে এই ছবি। তামিলের পাশাপাশি ছবিটি মুক্তি পাবে হিন্দি ভাষাভাষী অঞ্চলগুলিতেও, সেখানকার শিরোনাম হবে ‘জন নেতা’। অর্থাৎ, ছবির রাজনৈতিক থিম শুধুই আঞ্চলিক নয় বরং বিস্তৃত দর্শকের কাছে পৌঁছানোর প্রস্তুতি চলছে।

 

জানা গিয়েছে, ছবির গল্প গড়ে উঠেছে দুই ব্যক্তির আদর্শগত সংঘর্ষকে ঘিরে। এক শিশুর নীরব আতঙ্ক যখন পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তোলে, তখন এক প্রাক্তন পুলিশ অফিসার বাধ্য হন ব্যক্তিগত প্রতিশোধের সীমা ছাড়িয়ে আরও বড় লড়াইয়ে নামতে।

 

ছবিতে বিজয় ও ববি দেওলের পাশাপাশি রয়েছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রিয়মণি, নারায়ণসহ আরও অনেকে। শোনা যাচ্ছে, ছবির দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি হতে পারে এবং কাহিনিতে থাকতে পারে সায়েন্স ফিকশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়াও! যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। 

 

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর সম্প্রচারিত হবে জি তামিল-এ। এর আগে মালয়েশিয়ায় ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আয়োজন করা হবে জমকালো অডিও লঞ্চ, যেখানে বিজয়ের ক্যারিয়ারকে ঘিরে থাকবে বিশেষ ট্রিবিউট কনসার্টও। সব মিলিয়ে, ‘জনানায়গন’ এখন থেকেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছে। রাজনৈতিক নাটক, আবেগ, অ্যাকশন আর বিশাল মাপের প্রযোজনা সবকিছু মিলিয়ে এই ছবিই হতে পারে ২০২৬ সালের অন্যতম বড় চমক।