সংবাদসংস্থা, মুম্বই: সোমবার, মালয়ালম অভিনেত্রী রেঞ্জুশা মেনন -এর মৃত্যুতে শোকস্তব্ধ হল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। মাত্র ৩৫ বছর বয়সেই জীবন বিমুখ হলেন অভিনেত্রী, নৃত্যশিল্পী মেনন। মুম্বই সংবাদসূত্রের খবর অনুসারে, অভিনেত্রী তাঁর কেরালার তিরুবনন্তপুরমের বাসভবনে আত্মহত্যা করেন। অভিনেত্রী গত কয়েক মাস ধরে নাকি আর্থিক সমস্যায় ভুগছিলেন। শ্রীকরিয়াম পুলিশ তাঁর মৃত্যুর তদন্ত শুরু করেছে। স্বামী মনোজের সঙ্গে থাকতেন মেনন। মনোজের পেশাও অভিনয়। রেঞ্জুশার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং বন্ধুরা। অভিনয় ছাড়াও মেনন একজন পেশাদার ভরতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। ধারাবাহিকে কাজ করার আগে তিনি টেলিভিশনে সঞ্চালক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে ‘স্ত্রী’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় মেননের। এছাড়াও ' সিটি অফ গড', 'বোম্বে 12 মার্চ', 'লিসামায়ুদে ভিদু', 'অথভুথা দ্বীপু' এবং 'কার্যস্থান' এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর শেষ ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে ভক্তরা হতবাক হয়ে যান। ভিডিওটি কৌতুকময় ছিল। একজন ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, "ভাগ্য পরিবর্তনের জন্য কয়েক সেকেন্ড যথেষ্ট। শান্তিতে বিশ্রাম নিন বোন।" অন্য একজন লেখেন , " আত্মহত্যা করার কী আছে? অভিনেত্রীর শেষকৃত্যের বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
