আজকাল ওয়েবডেস্ক: বাড়ি থেকে দূরে রয়েছেন তাঁরা। তাই বলে কি দূরে থাকবেন উৎসবের আনন্দ থেকে? উত্তর যে 'না' তা বেশ ভালোই বোঝা যায় রাজ্যের এমনকি দেশের বাইরে হওয়া দুর্গাপূজা দেখে। প্রস্তুতি, আচার, উৎসব আর নিখাদ আনন্দের কোনও কমতি থাকে না। তেমনই বেঙ্গালুরুর আরটি নগর সর্বজনীন দুর্গাপুজা কমিটি। বিগত ১৬ বছরের মত এবারেও তাদের প্রস্তুতি তুঙ্গে। এই কমিটি একাধিক বিষয়ে নানা কর্মসূচির আয়োজন করে থাকে। ১৭ বছরে তারা পুজোর আয়োজন করেছে প্রিন্সেস গ্রিণ, প্যালেস গ্রাউন্ডে। থিম, 'মেলবন্ধনের আঙিনায়'। একসঙ্গে সকলে মিলে, উদযাপন করবেন গ্রাম বাংলার পুজো-সংস্কৃতি। দুর্গা প্রতিমা তৈরি করেছেন কুমোরটুলির শিল্পী, আলোকসজ্জার দায়িত্বে থাকছেন চন্দননগরের শিল্পীরা। পুজোর আচার অনুষ্ঠানের সঙ্গেই থাকছে একসঙ্গে খাওয়া-দাওয়ার ব্যবস্থা, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। একগুচ্ছ গানের অনুষ্ঠান রয়েছে তালিকায়।