শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৪ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জঙ্গলমহল সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার পুরুলিয়ায় সভা করার পর, বুধবার বাঁকুড়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। নির্বাচনের আগে এই জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রীর নজরে আদিবাসী ভোট, তাদের জন্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেছেন তিনি। অন্যদিকে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা জঙ্গলমহলে দাঁড়িয়েই মনে করালেন তাঁর জামানাতেই শান্তি ফিরেছে সেখানে। বাম জামানার শেষ দিকে জঙ্গলের অশান্তি, মাওবাদী উপদ্রব, রক্তপাত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তৃণমূল জামানায় বদল হয়েছে পরিস্থিতির। ক্ষমতার শুরু থেকেই মুখ্যমন্ত্রী রাস্তা সহ একাধিক বিষয়ে নজর দিয়েছেন জঙ্গলমহলের দিকে। সেকথাই আজ মনে করিয়েছেন তিনি। এদিন মমতা বলেন, "আগে এসব জেলাতে অনেক অত্যাচারে, রক্ত ঝরত। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর থেকে জঙ্গলমহলের মানুষ শান্তিতে বাস করছে। তাঁদের ছেলে মেয়েরা স্কুল-কলেজে-বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, মানুষের মতো মানুষ হচ্ছেন।"
বাঁকুড়ার মানুষের জন্য সরকারের নেওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও তুলে ধরেন তিনি। জানান, বাঁকুড়া-বিষ্ণুপুর-সোনামুখি তিনটি মিউনিসিপ্যালিটির জন্য ১৬৪ কোটি ব্যয়ে তৈরি হয়েছে তিনটি পানীয় জল প্রকল্প, ১০১১ কোটি খরচে বাঁকুড়া-১,২, বড়জোড়া, শালতোলা সহ জেলার ব্লকগুলিতে তৈরি হয়েছে বড় বড় পানীয় জলের প্রকল্পে, যাতে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন ১৭ লক্ষ মানুষ। ১০৭৮ কোটি খরচে ইন্দপুর, তালড্যাংরা, মেজিয়া এবং গঙ্গাজলঘাটিতে তৈরি হচ্ছে পানীয় জল প্রকল্প, এতে উপকৃত হবেন ৬ লক্ষ মানুষ। একগুচ্ছ রাস্তার কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্য সরকার কী কী করতে চলেছে এলাকার জন্য, সেগুলির কথাও উল্লেখ করেন তিনি। ডানকুনি থেকে পানাগড়, বড়জোড়া, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত তৈরি হবে ট্রেড করিডোর, এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "রাস্তার দু" পাশে শুধু শিল্প তৈরি হবে।" তাতে বিপুল কর্মসংস্থান হবে বলেও উল্লেখ করেন।
একই সঙ্গে কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরকে। বিজেপির নেতাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, শুধু ভাষণ দেন, আর কিছু করেন না। গেরুয়া শিবির নির্বাচনের আগে সাধারণ মানুষকে প্রকল্প, প্রতিশ্রুতির কথা বলেন, ভোট মিটে গেলেই সেসব প্রতিশ্রুতি পূরণ করে না বলে অভিযোগ করেন তিনি। ফের সুর চড়ান ১০০ দিনের বকেয়া নিয়েও। খালিস্তানি-মন্তব্য নিয়েও এদিন কটাক্ষ করেছেন তিনি। বলেন, "শিখদের দেখলেই বলছে খালিস্তানি,পাগড়ি পরলেই নাকি খালিস্তানি। মুসলনাম নাম দেখলেই বলছে পাকিস্তানি।"
নানান খবর

নানান খবর

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

ধেয়ে আসছে কালবৈশাখী! কোন কোন জেলায় শনিবার ভারী দুর্যোগ জানুন

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও