
সোমবার ০৫ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য,দিল্লি: দক্ষিণের রাজ্যগুলিতে দলের সম্ভাব্য ফল নিয়ে চিন্তায় বিজেপি। তারমধ্যেই বিজেপি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলল দলেরই কেরল নেতৃত্ব। লোকসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপির তরফে গান তথ্যচিত্র প্রকাশ করা হচ্ছে। কেরল বিজেপি নেতৃত্বের তরফে একটি গান প্রকাশ করা হয়। সেই গানেই কেন্দ্রের বিজেপি সরকারকে হঠানোর ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের দুর্নীতিগ্রস্ত সরকার হঠাতে একত্রিত হওয়ার ডাক দেওয়া হয়েছে কেরল বিজেপি নেতৃত্বের তরফে।
দলের ইউটিউব চ্যানেলে সেই গান আপলোড করা হয়েছে। মূহুর্তের মধ্যেই সেই গান ছড়িয়ে পড়েছে সারা দেশে। নেট নাগরিকদের একাংশ কেরলের বিজেপি নেতৃত্বকে সৎ সাহস দেখানোর জন্য প্রশংসা করেছেন। কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দ্রম রাজ্যজুড়ে পদযাত্রা শুরু করেছেন। সেই যাত্রার মধ্যেই গানটি মুক্তি পায়। সামাজিক মাধ্যমে ভাইরাল এবং দেশজুড়ে সমালোচনা হতেই গানটি তুলে নেওয়া হয়। বিজেপির তরফে ইতিমধ্যেই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা শুরু হয়েছে। দলের নেতাদের দাবি, গানটি ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় মুক্তি পেয়েছিল। যদিও কেন এত বছর পর গানটি ফের ইউটিউবে আপলোড করা হল, কীভাবে এতবড় একটি ভুল সবার নজর এড়িয়ে গেল, সেই প্রশ্নও উঠেছে স্বাভাবিকভাবেই। তবে এখানেই শেষ নয়, কেরল বিজেপির তরফে একটি পোষ্টারও প্রকাশ করা হয়েছে। সেখানে তপশিলি, উপজাতি সম্প্রদায়ের সঙ্গে মধ্যাহ্নভোজ সারার দাবি তোলা হয়েছে। একদিকে গান, অন্যদিকে পোষ্টার দুই মিলিয়ে প্রবল অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।
দলের রাজ্যসভার সাংসদ এবং মুখপাত্র প্রকাশ জাভরেকরের দাবি, গানটি ইউপিএ জমানায় প্রকাশ করা হয়েছিল। তাঁর কথায়, "২০১৩ সালে ইউপিএ সরকারের বিরুদ্ধে এই গানটি প্রকাশ করা হয়েছিল। এই ধরণের ভুল খবরের কাগজগুলিতেও দৈনিক হতে দেখা যায়। ব্যবস্থা নেওয়ার কোনও প্রয়োজন নেই। ক্ষমতা ফিরবে মোদিজিই।" সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এবং সমালোচনা হওয়ার আগে পর্যন্ত বিষয়টি সংশোধন করা হল না, সে সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। বিজেপির এই প্রবল অস্বস্তিতে চওড়া হাসি ফুটেছে কেরল প্রদেশ কংগ্রেসের। দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, "বিজেপির কেরল নেতৃত্ব প্রচারের একটি গান প্রকাশ করেছে। সেখানে দুর্নীতির জন্য কুখ্যাত কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যূত করতে একত্রিত হওয়ার ডাক দেওয়া হয়েছে। পরিবর্তনের পক্ষে সত্য কথা তুলে ধরার জন্য বিজেপিকে ধন্যবাদ।"
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান